Find out if your city is on the list of ancient places in India: ইতিহাস সাক্ষী রয়েছে কিভাবে গ্রাম থেকে গড়ে উঠেছে বিভিন্ন উন্নত নগর। গ্রামের তুলনায় শহরের জীবনযাত্রা অনেক বেশি আরামদায়ক এবং উন্নত। কিন্তু প্রাচীন শহরগুলি ছিল শিক্ষা, সংস্কৃতি, দর্শন, এবং বিজ্ঞানের প্রাণকেন্দ্র। তথ্য অনুযায়ী জানা যায় যে, পৃথিবীর কিছু প্রাচীন নগরের অস্থিত্ব আজও অম্লান হয়ে আছে। নিজেদের প্রাচীন ঐতিহ্যকে এতোটুকু মলিন হতে দেয়নি সেখানকার বাসিন্দারা। ভারতবর্ষ একটি প্রাচীন দেশ, এই দেশে এখনো এমন বহু নগর বা শহর রয়েছে যারা প্রাচীনত্তের মোড়কে নিজেদের মুড়িয়ে রেখেছে (Oldest Cities in India)। ভারতের সভ্যতা বহু প্রাচীন, অন্যান্য দেশ যখন অরণ্য সভ্যতায় মশগুল ঠিক সেই সময় ভারতবর্ষ গড়ে তুলেছিল এক বিশাল সভ্যতা। কালের নিয়মে আজ সব ধ্বংসপ্রাপ্ত হলেও বহু আধুনিক মানুষজন এখনো বসবাস করে সেইসব প্রাচীন নগরগুলোতে। ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসেবে আজকে আলোচনা করা হবে ছটি প্রাচীন নগরের কথা।
দক্ষিণ ভারতের শিল্প, সংস্কৃতি, শিক্ষা এবং স্থাপত্যের অন্যতম নিদর্শন (Oldest Cities in India) হলো তামিলনাড়ুর প্রাচীন শহর তাঞ্জাবুর অতীতে যার নাম ছিল তাঞ্জোর। তাঞ্জাবুরে অবস্থিত হলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী বিখ্যাত চোল মন্দিরের বেশিরভাগ স্মৃতিস্তম্ভ। তাঞ্জোর ছিল চোল রাজাদের রাজধানী। পরবর্তীকালে এটি ব্রিটিশদের অধীনে চলে যায়। তাঞ্জাবুর শহর আসলে চিত্রকর্মের প্রধান কেন্দ্রস্থল। শহরের ইমারতগুলি ও মন্দিরের চিত্রকলা এবং স্থাপত্য সত্যি প্রশংসনীয়। তালিকায় আরেকটি জনপ্রিয় প্রাচীন নগরের নাম হলো পাটনা। ইতিহাসের পাতায় যা পাটলিপুত্র নামে পরিচিত। বিখ্যাত গণিতজ্ঞ আর্যভট্ট, এবং দার্শনিক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ চাণক্য এখানেই বসবাস করতেন। এখানেই আপনারা দেখতে পাবেন বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দার ধ্বংসাবশেষ। এখানকার স্থাপত্য, ভাস্কর্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছুতেই মিশে রয়েছে প্রাচীন সভ্যতার ছোঁয়া।
ভারতের প্রাচীন শহরগুলির (Oldest Cities in India) মধ্যে রাজস্থানের পুষ্কর অন্যতম। এই স্থানটি তীর্থের জন্য এবং অ্যাডভেঞ্চারের জন্য খুবই বিখ্যাত। ভারতের একমাত্র ব্রহ্মা মন্দিরটি এখানেই আছে এবং বিশ্ব বিখ্যাত পুষ্করের মেলার নাম সবাই শুনেছে। এই মেলা দেখতে দূর প্রান্ত থেকে বহু মানুষ আসে। অতীত আছে হিন্দুদের ৩৩ কোটি দেবদেবী এই মেলায় অবতীর্ণ হন। এখানে বিভিন্ন বাজেটের হোটেল এবং হোমস্টে পেয়ে যাবেন।
এই তালিকায় স্থান অধিকার করে নিয়েছে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনী জেলার উজ্জয়িনী শহর, যা ভারতের অন্যতম প্রাচীন নগরী (Oldest Cities in India)। এই পুরনো শহর অবস্থিত শিপ্রা নদীর তীরে। রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের এই রাজধানী জ্যোতিষ চর্চার প্রসিদ্ধ কেন্দ্র ছিল। এমনকি এই প্রাচীন নগরীতে বসবাস করতেন মহাকবি কালিদাস। ইতিহাসের বিভিন্ন ঘাত প্রতিঘাতের সাক্ষী এই প্রাচীন নগরী। নির্দিষ্ট সময় বাদে বাদে এখানে আয়োজিত হয় হিন্দুদের অন্যতম পবিত্র মেলা কুম্ভমেলা। এখানকার অন্যতম দর্শনীয় স্থানগুলি হল মহাকাল মন্দির, সুফি দরবেশ রুমির সমাধি, কালভৈরবের মন্দির ইত্যাদি। এছাড়াও আরেকটি শহর আছে যা অত্যন্ত প্রাচীন এবং হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। এদেশের অন্যতম প্রাচীন শহর হলো বারাণসী। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে বেঁচে আছে এখানকার বহু মানুষ। শুধুমাত্র শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম নয় এর প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। দিনের বেলা বাড়ানো সেটা দেখতে পাবেন মন্দিরের দর্শন, সন্ন্যাসীদের ভিড়, জিলিপি, রাবড়ি, কচুরি ইত্যাদি। আর রাতের বারাণসী সেজে ওঠে ঘাটের অপরূপ সৌন্দর্য নিয়ে।
সর্বশেষ যে প্রাচীন নগরটির নাম উল্লেখ করা হবে সেটি হল মাদুরাই। এটি তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী। ধরা হয়েছে এই শহরটির বয়স আড়াই হাজারেরও বেশি। এই শহরেই রয়েছে বিশ্ব বিখ্যাত মীনাক্ষি আম্মান মন্দির। বিশ্ব বিখ্যাত গ্রিক পর্যটক মেগাস্থিনিস এর লেখাতে উল্লেখ পাওয়া যায় এই মাদুরাই শহরের। চোল, পাণ্ড্য এমনকি ব্রিটিশরা এখানে শাসন করে গেছেন। দক্ষিণ ভারতের বহু ধর্মীয় গুরু ও পন্ডিতরা বহু বছর এখানে বসবাস করে গেছেন।