Dangerous road in India: দেখলেই শিউরে উঠবেন! এই ৪ খতরনাক রাস্তায় যাওয়ার আগে ১০ বার ভাবতে হয়

Do you know which is the most dangerous road in India: গোটা বিশ্বের বহু বিপজ্জনক ও কঠিনতম পথ রয়েছে, সেই তালিকাতে ভারত নিজের জায়গা দখল করে নিয়েছে। ভারতের সবথেকে কঠিনতম পথটির (Dangerous road in India) নাম হলো কিলর থেকে কিশতওয়ার রোড। যদি আপনি এই ধরনের রাস্তায় যেতে ভয় না পান তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন এই ভয়ানক রাস্তাতে। এই দীর্ঘ ভয়ানক পথটির দৈর্ঘ্য হল ১১৪ কিলোমিটার, আসলে এটি হলো ভাঙাচোরা একটি পথ এবং যার পাশের পাহাড় রীতিমতো হেলে পড়েছে। আপনি এই স্থানে যান কিংবা না যান কিন্তু এর সম্পর্কে পড়তে তো কোনো অসুবিধা নেই।

প্রতিবেদনটিতে তাহলে জেনে নেওয়া যাক ভারতের সবথেকে কঠিনতম রাস্তা কিলর টু কিশতওয়ার রোড (Dangerous road in India) সম্পর্কে। কেন এরকম বিপজ্জনক রোডের আখ্যা দেওয়া হয়েছে একে? জেনে নেব এর বৈশিষ্ট্য গুলো কি কি? কিলর থেকে কিশতওয়ার রোডটি হলো শ্বাসরুদ্ধকর একটি রোড। এখানকার দৃশ্যগুলো দেখলে সত্যিই আপনার ভয় লাগতেই পারে। যদি আপনি এই রাস্তা ধরে হাঁটা শুরু করেন তাহলে হিমাচল প্রদেশের পাঙ্গি উপত্যকায় পৌছাতে পারবেন। ডালহৌসি পৌঁছে আপনি সাচ পাস পেরিয়ে কিলরে পৌঁছতে সক্ষম হবেন। এই রোড দিয়ে যে গন্তব্যস্থলে পৌঁছাবে তার যথেষ্ট সাহস থাকতে হবে। মনে আত্মবিশ্বাস না থাকলে এই কঠিনতম রাস্তা পার করা কখনোই সম্ভব নয়।

কিলর টু কিশতওয়ার রোডটি আসলে কি রকম? ভারতের সবথেকে কঠিনতম পথ হল এটি। রাস্তাটি কাঁকুরে, পাথরে ভর্তি এবং বালুময়। তার ওপর সবথেকে বিপজ্জনক ঘটনাটি হল পাহাড় এক এক জায়গায় এমন ভাবে হেলে পড়েছে যে মানুষকে মাথা নিচু করে হাঁটতে হয়। সব থেকে ভয়ংকর অবস্থা হল, এক দিকে চন্দ্রভাগায় ১০০০ ফুট ফ্রি ফল খাড়া উপত্যকা রয়েছে এবং অন্য দিকে রয়েছে একটি পাহাড়ের চূড়া। রাস্তাটিতে প্রায়ই ধস নামার প্রবণতা থাকে, সেই কারণে রাস্তাটির পরিস্থিতি খুবই ভয়ঙ্কর (Dangerous road in India)। বিশ্বের সবথেকে বিপজ্জনক এই রাস্তায় যাওয়ার আগে নিজের নিরাপত্তার কথা অবশ্যই চিন্তা ভাবনা করবেন।

বিশ্বের তথা ভারতের সবথেকে ভয়ংকর এই রাস্তাটি কোথায় অবস্থিত (Dangerous road in India)? জম্মু অঞ্চলের কিশতওয়ার জেলার পূর্ব প্রান্তে অবস্থিত কিলর থেকে কিশতওয়ার রোডের পথটি আসলে সত্যিই সরু। এই পথটিতে গেলে আপনি অনুভব করতে পারবেন যে বাতাস প্রবলভাবে বয়ে চলেছে এবং এই রাস্তাতে পাশে কোনরকম রেলিং এর ব্যবস্থা নেই যাতে মানুষ সাপোর্ট পেতে পারে। এর ঠিক পাশেই রয়েছে সবচেয়ে বিপজ্জনক অংশ। এবং তা হল প্রায় ১০০০ ফুট খাড়া একটি উপত্যকা।

আপনি কি পরিকল্পনা করছেন কিলর থেকে কিশতওয়ার রোডটি ধরে যাওয়ার? তাহলে রাস্তায় চলতে গিয়ে ওপরের থেকে নিচের অংশে কোনভাবেই তাকাবেন না। খাড়া উচ্চতার এই ভয়ংকর রাস্তাটি দেখতেই খুব বিপজ্জনক। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় যদি আপনি নিচের দিকে তাকান তাহলে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ভয়ংকর পথ দিয়ে চলতে গেলে মানুষ নিজের আত্মবিশ্বাস পর্যন্ত হারিয়ে ফেলে।