হাজারকে কে ‘K’ ব্যবহার করা হয়, পিছনে রয়েছে অবাক করা কারণ

Antara Nag

Updated on:

Advertisements

টাকা সম্পর্কে আমরা সবাই অবগত। বাচ্চা থেকে বুড়ো সকলেই টাকা কি জিনিস বা টাকার কতটা গুরুত্ব প্রত্যেকেই জানেন। বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন হাজার টাকাকে ‘K’ হিসেবে লেখা হয়। যেমন ধরুন কারো বেতন যদি চল্লিশ হাজার হয় তাহলে সেটি লেখা হয় 40K হিসেবে। এই ‘K’ কথাটির অর্থ বা ‘K’ কথাটি কেন লেখা হয় জানেন? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত বলুন।

Advertisements

বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম প্রভৃতি প্ল্যাটফর্ম কম-বেশী অনেকেই ব্যবহার করে। এই ফেসবুক, ইনস্টাগ্রামেও লাইক, কমেন্টে 1K, 2K এইসব লেখা থাকতে দেখা যায়। এই ‘K’ কথাটি কোথা থেকে, কেন এলো জানেন?

Advertisements

গ্রিক শব্দ হাজার-এর অর্থ “কিলিওই”। অর্থাৎ হাজারকে বোঝানোর জন্য গ্রিকরা “কিলিওই” ব্যবহার করতেন। পরবর্তীতে ফরাসিরা এই “কিলিওই” ভাষা পরিবর্তন করে “কিলো” ভাষা ব্যবহার করে। এরপর মেট্টিক সিস্টেম পদ্ধতিতে এই “কিলো”কে হাজার হিসাবে লিখতে শুরু করে ফরাসিরা।

Advertisements

ক্রমে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে হাজারের বদলে এলো কিলোলিটার, কিলোগ্রাম ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে এই শব্দগুলো অনেক বড় বড় হওয়ায়, সময় বাঁচাতে এই শব্দকে ‘K’ হিসেবে লেখা শুরু হয়। ফলস্বরূপ, এরপর থেকেই হাজারকে ‘K’ হিসেবে ব্যবহার করা হয়। যেমন দশ হাজারকে 10K, কুুড়ি হাজারকে 20K ইত্যাদি হিসেবে লেখা হয়।

অনেকেই এই ‘K’ কথাটা ব্যবহার করতেন। কিন্তু ‘K’ এর অর্থ কেউই জানতেন না বা কোথা থেকে এসেছে তা জানতেন না। তবে আজকে জানা গেল, এই ‘K’ এর অর্থ হল হাজার এবং এই ‘K’ কথাটা সর্বপ্রথম এসেছে গ্রিক শব্দ “কিলিওই” থেকে।

Advertisements