BLDC Fan: বিদ্যুতের বিল হল সাধারন মধ্যবিত্তের সবথেকে বড় চিন্তার বিষয়। মাসে বিদ্যুতের বিল দিতে গেলে কপালের চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের। কিন্তু বর্তমানে এমন একটি ফ্যান এসেছে যাতে বিদ্যুতের বিল আসবে মাত্র ৫৯ টাকা। ‘টিফোজ ৯৯৯’ রকেট নামে ওই ফ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ পোলবার সুগন্ধায় সাইনোসোর কারখানায়। এই শুভ উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বেচারাম মান্না, জাভেদ আহমেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। পাশাপাশি উপস্থিত ছিলেন, পোলবার বিডিও জগদীশ বাড়ুই, সাইনোসোর সংস্থার কর্ণধার সম্পূর্ণা ও সম্রাজ্ঞী ঘোষ সহ বহু বিশিষ্ট মানুষ।
মন্ত্রী বেচারাম মান্না অবশ্য এই বিষয়ে বলেছেন যে, প্রায় ১৫০ থেকে ২০০ জন কর্মী কাজ করছে এই কারখানায়। এর ফলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। পরোক্ষভাবে ডিলার ও রিটেলার নিয়ে কয়েকশো লোকের কর্মসংস্থানের সুযোগ হবে এখানে। এই ধরনের এমএসএমইগুলোকে সাহায্য করছে রাজ্য সরকার। এর ফলে আখেরে সুবিধা হবে রাজ্যের মানুষের। সাধারণ মানুষকে আর দাম দিয়ে পাখা কিনতে হবে না। স্বল্পমূল্যে যেমন পাখা পাবে তেমনি বিদ্যুতের খরচও আসবে অনেক কম।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেছেন যে, সম্প্রতি যেভাবে বিজ্ঞান ও প্রযুক্তি এগোচ্ছে তা চোখে পড়ার মতো। মন্ত্রী জানিয়েছেন তিনি নিজে ব্যবহার করেছেন টিফোজের বিএলডিসি পাখা (BLDC Fan)। এমনকি বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান এই ফ্যান সম্পর্কে বলেছেন, গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের ইলেকট্রিক বিল দিতে গেলে কালঘাম ছুটে যায় তাই সেইসব মানুষের জন্য এই বিএলডিসি পাখা খুবই উপযোগী। এতে বিদ্যুৎ খরচ এত কম হবে যে ভাবার মত নয়। ২৮ ওয়াটের পাখা সারাদিন চললেও বিদ্যুৎ খরচ হবে নামমাত্র। বাংলায় এই ধরনের পাখা সত্যিই আরো হওয়া উচিত।
আরও পড়ুন:Sandakphu Health Centre: অসুস্থ হলেও চিন্তা নেই, এবার সান্দাকফুতেও স্বাস্থ্য কেন্দ্র
এই ফ্যান (BLDC Fan) কোম্পানির কর্ণধার সম্পূর্ণা ঘোষ অবশ্য বলেছেন যে, বিএলডিসি প্রযুক্তির পাখা তৈরি করার আসল উদ্দেশ্য হল প্রত্যেকটি মানুষের কাছে যেন এটি পৌঁছে যায়। এর ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। এক বছর ধরে টেস্ট রান করার পর অবশেষে সাড়া মিলেছে। ভারত সরকার বলে দিয়েছে, ফাইভ স্টার ছাড়া পাখা এখন চলবে না। বাজারে যেসব ফাইভ স্টার বিএলডিসি পাখা পাওয়া যায় তার অনেক দাম এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সেই কারণেই মার্কেটে আনা হয়েছে নতুন ৯৯৯ টাকায় পাখা। নিজেদের কারখানায় তৈরি করতে পেরে এর দাম অনেকটাই কম হয়েছে।
পুরনো পাখা বদল করে এই বিএলডিসি ফ্যান (BLDC Fan) নেওয়া যাবে। সংস্থার কর্মধার এই বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, প্রায় ৬২ হাজার পাখা ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। তবে বিক্রি হওয়া পাখা সম্পর্কে এখনো কোনো রকম অভিযোগ আসেনি।