আসানসোল – মালদা টাউন ট্রেনে সওয়ারি কুকুর, নজিরবিহীন দৃশ্য সিউড়ি স্টেশনে

নিজস্ব প্রতিবেদন : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে আজ থেকে একটি দ্বিসাপ্তাহিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। যে ট্রেনটি আসানসোল থেকে মালদা টাউন এবং মালদা টাউন থেকে আসানসোল সপ্তাহে দুদিন যাতায়াত করবে। ট্রেনটি আসানসোল থেকে ছেড়ে রানীগঞ্জ, অন্ডাল, উখরা, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর, চিনপাই, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, মুরারই রাজগ্রাম, পাঁকুর, নিউ ফারাক্কা সহ বিভিন্ন স্টেশনে স্টপেজ দিয়ে মালদা স্টেশন পৌঁছাবে। ঠিক একইভাবে রিটার্নও করবে।

তবে এই নতুন ট্রেনে অনন্য নজির গড়লো একটি কুকুর। নতুন ট্রেনের স্বাদ পেতে সে আসানসোল থেকে চেপে রওনা দিয়েছে। সিউড়ি স্টেশন আসা পর্যন্ত ট্রেন থেকে নামেনি, বক্তব্য ট্রেনের যাত্রীদের। ফাঁকা কামরায়, দরজার পাশে রাজকীয় ভাবেই বসে থাকতে দেখা গেল সারমেয় মশাইকে। ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার মুহূর্তে ধরা পড়ে সেই ছবি।

স্টেশনের অন্যান্য যাত্রীদের বক্তব্য অনুযায়ী, রেলকর্মীরা ট্রেনের উপর কুকুরটিকে দেখে তাকে নামানোর চেষ্টা করে। কিন্তু তাতে সফলতা পাওয়া যায়নি, নামতে নারাজ কুকুরটি। এমনকি রেলকর্মীরা ওই কুকুরটির কাছে গেলে সে সটান দৌঁড় দেয় কামরার ভিতরে। জানিয়ে হাসি ঠাট্টার ছলে ট্রেনের অন্যান্য যাত্রীরা বলতে থাকেন, টিকিট আছে বোধহয় তাই নামতে নারাজ। তবে উনি ওই ট্রেনে থাকা কোনো রেল কর্মীর চেনা কিনা, তাও অবশ্য জানা যায়নি। তবে যায় হোক, প্রথম দিনের নতুন ট্রেনে সিউড়ী স্টেশনের এই ঘটনা নজর কেড়েছে, পাশাপাশি মন কেড়েছে সকলের।

প্রসঙ্গত, আসানসোল থেকে মালদা টাউন লাইনে এই ট্রেনটি আগামী এক মাস পরীক্ষামূলক ভাবে সপ্তাহে দুই দিন চালানো হচ্ছে।