Dolan Roy gave marital tips to Sreemoyee Chattoraj: বসন্তের সূচনা হওয়ার সাথে সাথে, বাঙালীদের জীবনেও প্রেম প্রেম হাওয়া বয়ে যেতে শুরু করে। কিন্তু এই মার্চে, সমস্ত স্পটলাইট কেড়ে নিল অভিনেতা-রাজনীতিবিদ কাঞ্চন মল্লিক এবং বাংলা টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chattoraj)। কাঞ্চন মল্লিক, তার বহুমুখী অভিনয় এবং রাজনৈতিক বুদ্ধিমত্তার জন্য পরিচিত। অপরদিকে বাংলা টেলিভিশন জগতে শ্রীময়ী চট্টোরাজও ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক থেকে বেশ নাম-ডাক করেছেন। তবে অভিনয় জগতের পরিচিতিকে একদম দূরে সরিয়ে তারা নজর কড়েছেন তাদের সম্পর্কের জন্য।
তাদের প্রেমের গল্প অবশেষে ২রা মার্চ, ২০২৪ এ বিয়েতে পরিণত হয়েছে। প্রথমে ১৪ ই ফেব্রুয়ারি তারা রেজিস্ট্রি ম্যারেজ ছাড়েন তারপরেই তারা ঘোষণা করেছিলেন যে, ২রা মার্চ হিন্দু মতে জাকজমক করেই বিয়ে সারবেন। তাদের ঘোষণা অনুযায়ী শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) মেহেন্দির অনুষ্ঠান থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ে অত্যন্ত ধুমধামের সাথেই সম্পন্ন করেন। তাদের প্রতিটি মুহূর্ত মিডিয়ার দরুন সামনে আসে সমস্ত অনুরাগীদের কাছে।
শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) প্রথম বিবাহ হলেও কাঞ্চন মল্লিক এই নিয়ে তৃতীয় বিবাহের রেকর্ড গড়লেন। তার প্রাক্তন তথা দ্বিতীয় স্ত্রী পিঙ্কীকে ডিভোর্স দেওয়ার সাথে সাথেই তিনি তিন নম্বর বিয়ের জন্য প্রস্তুতি নেন। তবে শ্রীময়ী এবং কাঞ্চনের বয়সের ফারাক ঘুমি উঢ়িয়েছে তাদের ভক্তদের। শ্রীময়ীর বয়স মাত্র ২৭ বছর। অপরদিকে কাঞ্চন মল্লিক ৫৩ বছরের। ২-৫ বছর নয়, ২৬ বছরের ফারাক তাদের বয়সে।
আরও পড়ুন ? Kanchan-Sreemoyee: এই শরীরে কীভাবে ২৭ বছরের ছোট শ্রীময়ীকে পটালেন কাঞ্চন! ফাঁস গোপন রহস্য
কীভাবে সম্ভব এত বয়সের ফারাকে বিয়ে করা! কেনইবা শ্রীময়ী তার থেকে ২৬ বছরের বড় কাঞ্চনকেই পছন্দ করলেন অবশেষে? এই নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। তবে শ্রীময়ী একা নন। শ্রীময়ীর মত বাংলা চলচ্চিত্র জগতের একজন অতি পরিচিত মুখ দোলন রায়ও তার থেকে অনেক বয়সে বড় অভিনেতা দীপঙ্কর দে-কে বিয়ে করেন। প্রথমে তারা প্রায় দুই দশক একসঙ্গে থাকতেন। তারপরই হঠাৎ বিবাহের সিদ্ধান্ত নেন।
কিন্তু এক্ষেত্রে কাহিনীটা একটু অন্যরকম। দীপঙ্কর দে তার প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ দেননি। তারা কোনো কারণে আলাদা থাকতে শুরু করেন। সেই সময় দোলন রায়ের সাথে পরিচিত হন এবং তারা প্রেমোজ সম্পর্কে জড়িয়ে পড়েন। দোলন রায়ের সাথে দীপঙ্কর দের প্রথম স্ত্রী এরও যথেষ্ট ভালই সম্পর্ক রয়েছে। দীপঙ্কর দে দুপক্ষকেই ম্যানেজ করে আসছেন। দোলন রায়ের কাছে বয়সের ফারাক খুব বেশি সমস্যা করেনি। তারা সবাই মিলে সুখেই দিন কাটাচ্ছেন। তবে শ্রীময়ী কিন্তু ‘ঘরভাঙ্গানি’-র’ তকমা পেয়েছেন। অনেকেরই বিশ্বাস শ্রীময়ীর জন্যই কাঞ্চন তার আগের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন।