মার্চের শুরুতেই ফের বাড়লো রান্নার গ্যাসের দাম, রইলো সিলিন্ডার প্রতি দাম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ শেষবার বেড়েছিল সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম। আর সেই দাম বৃদ্ধির এক সপ্তাহ পার হতে না হতেই পুনরায় মার্চের শুরুতেই বাড়লো সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম। গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে সোমবার ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে দাম বেড়েছে আরও ২৫ টাকা।

Advertisements

Advertisements

ফেব্রুয়ারি মাসে পরপর ৩ বার ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়। মাসের প্রথমেই ২৫ টাকা, মাসের মাঝে ৫০ টাকা এবং মাসের শেষের দিকে আরও ২৫ টাকা বৃদ্ধি করা হয়। মোটের উপর ফেব্রুয়ারি মাসে মোট ১০০ টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল প্রতি সিলিন্ডার। আর এবার মার্চ মাসের শুরুতেই পুনরায় ২৫ টাকা দাম বৃদ্ধি করা হলো।

Advertisements

ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ ২৫ টাকা দাম বৃদ্ধি করার পর কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছিল ৮২০.৫০ টাকা। আর এবার পুনরায় মার্চ মাসের ১ তারিখ ২৫ টাকা দাম বৃদ্ধি পাওয়ায় কলকাতায় এর দাম দাঁড়ালো ৮৪৫.৫০ টাকা। চলুন দেখে নেওয়া যাক আপনার জেলায় কত দাম পড়বে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের।

আপনার জেলায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম

বাঁকুড়া : ৮৫৭.৫০ টাকা, বীরভূম : ৮৬৮.৫০ টাকা, আলিপুরদুয়ার : ৮৭২.৫০ টাকা, কোচবিহার : ৯১৭.৫০ টাকা, দক্ষিণ দিনাজপুর : ৯১৭.৫০ টাকা, দার্জিলিং : ৮৭২.৫০ টাকা, হুগলি : ৮৬৮.৫০ টাকা, হাওড়া : ৮৪৭ টাকা।

[aaroporuntag]
জলপাইগুড়ি : ৮৭২.৫০ টাকা, ঝাড়গ্রাম : ৮৩৮ টাকা, কালিম্পং : ৯৭৫ টাকা, কলকাতা : ৮৪৫.৫০ টাকা, মালদা : ৯১৬.৫০ টাকা, মুর্শিদাবাদ : ৮৬৩ টাকা, নদীয়া : ৮৪৬ টাকা, উত্তর ২৪ পরগনা : ৮৪৫.৫০ টাকা, পশ্চিম বর্ধমান : ৮৫৯ টাকা, পশ্চিম মেদিনীপুর : ৮৩৮ টাকা, পূর্ব বর্ধমান : ৮৫৯ টাকা, পুরুলিয়া : ৮৭৪.৫০ টাকা, দক্ষিণ ২৪ পরগনা : ৮৪৫.৫০ টাকা, উত্তর দিনাজপুর : ৯১৭.৫০ টাকা।

Advertisements