Anant Ambani Donation: মুকেশ আম্বানির ছেলে অনন্তের ৫ কোটি টাকা দান, পেলো বাংলার পড়শী দুই রাজ্যের দুই মন্দির

Antara Nag

Published on:

Advertisements

Anant Ambani’s donation got two temples in two neighboring states of Bengal: দেশের অন্যতম ধনপতি মুকেশ আম্বানি। যাদের বিলাসিতা জীবনের সমস্ত কিছুই প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছুদিন আগেই আম্বানি পুত্র আম্বানিকে (Anant Ambani Donation) নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছিল বেশ হইচই। তার তৈরি পশু সংরক্ষণ কেন্দ্র বনতারা নিয়ে পড়ে গিয়েছিল হইহই রইরই। উঠেছিল প্রশংসার ঝড়। এই আবহে প্রকাশ্যে এলো তার আর দুই কর্মকাণ্ডের কথা। বাংলার পাশের রাজ্যের দুই বিখ্যাত মন্দিরে দান করলেন ৫ কোটি টাকা। কোন দুই মন্দিরে?

Advertisements

পশ্চিমবঙ্গের পড়শী রাজ্য উড়িষ্যার অন্যতম পবিত্র তীর্থস্থান হল পুরীর জগন্নাথ মন্দির। যা অবস্থিত উড়িষ্যার বঙ্গোপসাগরের তীরে। যে মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে জগন্নাথ দেব ও তার দুই ভাই বোন বলরাম ও সুভদ্রা। মন্দিরে প্রতিনিয়ত লাখো লাখো ভক্তের সমাগম ঘটে। রথযাত্রায় উপচে পড়ে তীর্থযাত্রীদের ভিড়। বেশ কিছুদিন আগে সেই পুরীর জগন্নাথ দর্শনে যান অনন্ত আম্বানি (Anant Ambani Donation)। আর সেখানে গিয়েই তিনি মন্দিরের উদ্দেশ্যে ২.৫১ কোটি টাকা দান ধানের ঘোষণা করেন।

Advertisements

এই মন্দির নিয়ে রয়েছে অসংখ্য রহস্যগাঁথা। তবে এখনো পর্যন্ত তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব হয়নি। মন্দিরের চূড়ায় রয়েছে একটি পতাকা। যা হাওয়ার গতিবেগের বিপরীতে ওড়ে। এছাড়াও এই মন্দিরের উপর দিয়ে কখনো কোনো পাখি উড়ে যায় না। উড়ে যায় না কোনো উড়োজাহাজ। মন্দিরের ছায়া স্পর্শ করে না ভূমি। নদীর তীরবর্তী অঞ্চলের ভয়ংকর সুনামি কখনই এই মন্দিরকে স্পর্শ করতে পারেনি। মন্দিরে ভোগ তৈরি হয় সাতটি বিশাল বড় বড় হাঁড়িতে। যার মধ্যে উপরের হাড়িতে ভোগ তৈরি হয় সবার আগে। যা কখনোই নষ্ট হয়নি বা পড়ে যায়নি।

Advertisements

আরও পড়ুন ? Vantara Sanctuary: মুকেশ পুত্র অনন্তের ভানতারা অভয়ারণ্য নিয়ে সুখবর, বেড়িয়ে আসতে পারবেন আপনিও

অপরদিকে পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি অসম রাজ্যের বিখ্যাত মন্দির কামাখ্যাতেও বড়সড় দান করে আসেন অনন্ত আম্বানি। রাজ্যের রাজধানী গুয়াহাটির পশ্চিমে অবস্থিত এই কামাখ্যা মন্দির। যেখানে সতীর শরীরের যোনি অংশ পড়েছিল। যে কারণেই এই মন্দির কামাখ্যা মন্দির হিসেবে পরিচিত। যা হিন্দুদের অন্যতম প্রাচীন মন্দির। যেখানে অম্বুবাচীর সময় বিরাট উৎসবে আয়োজন হয়। সমাগম ঘটে লাখো লাখো ভক্তের।

তবে এই প্রথমবার যে তারা মন্দিরে দানদান করছেন তা নয়। তাদের যেমন প্রতিপত্তি রয়েছে তারা তেমন উজার করে দান-ধ্যানও করেন। এর আগে ৫ কোটি টাকা দানধ্যান করেছিলেন কেদারনাথ-বদ্রিনাথ ধামের উদ্দেশ্যে। এবার পুরীর জগন্নাথ ও কামাখ্যা দেবীর মন্দিরে ২.৫১ কোটি করে ৫ কোটি দান করলেন মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani Donation)।

Advertisements