লকডাউনে সোমবার থেকে বীরভূমে কি মিলবে বাড়তি ছাড়, কি জানাচ্ছে পুলিশ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে মার্চ মাসের ২৪ তারিখ থেকে জারি হয় লকডাউন। এই লকডাউনের মেয়াদ দিন দিন বাড়তে থাকে।প্রথম দফা শেষ হওয়ার আগেই জারি হয় দ্বিতীয় দফার সূচি। ঠিক তেমনই আবার দ্বিতীয় দফা শেষ হওয়ার আগেই জারি হয় তৃতীয় দফার লকডাউন। দ্বিতীয় দফার লকডাউন শেষ হয়েছে ৩ মে, আর তারপর ৪ই মে থেকে ১৭ই মে পর্যন্ত জারি হয়েছে তৃতীয় দফার লকডাউন।

Advertisements

Advertisements

তবে তৃতীয় দফার লকডাউন জারি হওয়ার পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানানো হয়। যদিও পরিস্থিতির বিচারে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই সকল ছাড় নিয়ে কোনরকম ঘোষণা করা হয়নি। সূত্র মারফত জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার নবান্ন থেকে বেশকিছু এলাকায় শর্তসাপেক্ষে বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করতে পারে। আর এই ছাড়ের আশায় বসে রয়েছেন রাজ্যের অধিকাংশ বাসিন্দা।

Advertisements

এখন প্রশ্ন উঠছে তাহলে কি বীরভূম জেলাতেও বেশ কিছু বাড়তি ছাড় পাওয়া যেতে পারে?

এ বিষয়ে আমরা বীরভূম জেলার পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা জানিয়ে দেন, “বীরভূম চিরসবুজ। কিন্তু বাড়তি ছাড়ের আশায় থাকবেন না। দয়া করে সুনির্দিষ্ট নির্দেশের অপেক্ষা করুন। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন।”

অর্থাৎ জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বেশি কিছু ছাড়ের চিন্তাভাবনা না রাখাই ভালো। বরং বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট নির্দেশিকা মেনে বাড়িতে থাকাটাই বেশি নিরাপদ। প্রশাসনের সাথে সহযোগিতা করে করোনাকে হারাতে পারি আমরাই। আর যে কারণে বীরভূম যেমন আজীবনকাল চিরসবুজ, ঠিক তেমনই চিরসবুজতা বজায় থাকতে পারে। যদিও কোথায় ছাড় মিলবে, না মিলবে না তা পুরোপুরি নবান্নের ঘোষণার উপর নির্ভর করছে।

প্রসঙ্গত, বীরভূমে এর আগে পর্যন্ত কোন রকম করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি।তবে হঠাৎ করে জানা যায়, গত সপ্তাহের শুক্রবার মুম্বাই ফেরত তিনজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। যার পরেই অনেকেই আশাহত হয়ে পড়েন।

Advertisements