আজই শেষ দিন, FasTag না লাগালে গুনতে হবে জরিমানা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যাতায়াতের ক্ষেত্রে গাড়িতে গতি আনতে কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের প্রতিটি গাড়ি, নতুন হোক অথবা পুরাতন FasTag থাকাটা বাধ্যতামূলক। প্রথম দফায় এই FasTag লাগানোর অন্তিম সময়সীমা দেওয়া হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ। যদিও তা পরে বাড়িয়ে করা হয় ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারি। সেই মোতাবেক আজই FasTag লাগানোর শেষ দিন। আর এমনটা না হলে আগামীকাল থেকে জরিমানার সম্মুখীন হতে হবে গাড়ির চালক এবং মালিককে।

Advertisements

Advertisements

তবে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় ৪০% ট্রাক এবং ৯০% বাস এই FasTag লাগায়নি। যে কারণে সোমবার রাত্রি ১২টার পর থেকেই এই সমস্ত গাড়িদের টোল পারাপারের ক্ষেত্রে সাধারণ লেন ব্যবহার করতে হবে এবং দ্বিগুণ টোল দিতে হবে। পাশাপাশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি তো রয়েছেই। আর এই ৪০% ট্রাক এবং ৯০% বাস বাদেও রয়েছে অন্যান্য গাড়ি। চলুন দেখে নেওয়া যাক কত পরিমান জরিমানা দিতে হবে যে সকল গাড়িতে FasTag লাগানো থাকবে না।

Advertisements

FasTag না লাগানো অবস্থায় যে সকল গাড়ি দেশের ৬১৫ টি জাতীয় এবং ১০১ টি রাজ্য টোল প্লাজা দিয়ে পার হবে সেগুলিকে জরিমানা স্বরূপ দ্বিগুণ গুনতে হবে। শুধু দ্বিগুণ টোল দেওয়াই নয় পাশাপাশি এই সকল গাড়িগুলির ক্ষেত্রে বদল হচ্ছে আপডাউন সিস্টেমের নিয়মের ক্ষেত্রেও। অর্থাৎ কোন টোলপ্লাজায় যদি ১০০ টাকা টোল ধার্য হয়ে থাকে তাহলে FasTag না থাকলে ২০০ টাকা গুনতে হবে।

[aaroporuntag]
তবে এই যে বিপুল সংখ্যক গাড়ি এখনো পর্যন্ত FasTag লাগায়নি সেই দিকে নজর রেখে পুনরায় কেন্দ্রিয় সড়ক মন্ত্রকের তরফ থেকে এই FasTag লাগানোর সময়সীমা বাড়ানো হচ্ছে কিনা তাই এখন দেখার।

Advertisements