১লা জানুয়ারি থেকে FasTag না থাকলে দিতে হবে জরিমানা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে প্রতিটি চারচাকা গাড়িতে লাগাতে হবে FasTag। আর এই নতুন নিয়ম চালু হচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে। গাড়ি পুরাতন হোক আর নতুন প্রতিটি গাড়িতেই এই FasTag থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। পাশাপাশি জানা যাচ্ছে এই নিয়ম না মানা হলে জরিমানা গুনতে হবে গাড়ি চালক এবং গাড়ির মালিকদের।

সরকারি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, দেশে প্রতিদিন ৫ কোটি গাড়ি জাতীয় সড়ক ব্যবহার করে। আর এই সকল গাড়িগুলির মধ্যে ২ কোটি ২৫ লাখ গাড়িতে ইতিমধ্যেই FasTag লাগানো হয়ে গেছে। তবে হিসেব অনুযায়ী এখনো অর্ধেকের বেশি গাড়িতে FasTag লাগানো বাকি রয়েছে।

অন্যদিকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের ৬০% গাড়িতে FasTag লাগানো সম্পূর্ণ হয়েছে। বাকি রয়েছে ৪০% গাড়িতে FasTag লাগানো। আর এই সকল গাড়িগুলি যদি নির্ধারিত সময়ের আগে FasTag না লাগান তাহলে জরিমানা স্বরূপ বিপুল পরিমাণ টাকা গুনতে হবে।

জরিমানা কত?

FasTag লাগানো না থাকলে জরিমানার পরিমাণ বিপুল পরিমাণ এমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে। জানা গিয়েছে, FasTag না থাকা গাড়িগুলিকে দেশের ৬১৫ টি জাতীয় এবং রাজ্যের ১০১ টি রাজ্য টোল প্লাজায় দ্বিগুণ দিতে হবে। পাশাপাশি বদলে যাচ্ছে আপ ডাউন টোল সিস্টেমের নিয়ম।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে কলকাতার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চিফ জানিয়েছেন, যেসকল গাড়িতে FasTag থাকবে না সেই সকল গাড়িগুলিকে যে টোল প্লাজায় যত টোল তার দ্বিগুণ দিতে হবে।