Driving Licence: চালানের পিছনে পুলিশকে টাকা দেওয়ার দিন শেষ! ড্রাইভিং লাইসেন্স দেখান এই ৪ উপায়ে

নিজস্ব প্রতিবেদন : দু’চাকা হোক অথবা চারচাকা বা অন্য কোন ধরনের যানবাহন, সবেতেই চালানোর জন্য প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) থেকে অন্যান্য কাগজপত্র। এক্ষেত্রে কোথাও ট্রাফিক পুলিশ ধরলে প্রথমে ড্রাইভিং লাইসেন্স দেখা হয়। আর তা না থাকলে চালকের বিরুদ্ধে চালান কাটা হয় এবং মোটা অংকের জরিমানা আদায় করা হয়।

বর্তমান সময়ে বহু ক্ষেত্রেই দেখা যায় গাড়িচালকরা ড্রাইভিং লাইসেন্সের হার্ড কপি নিজেদের সঙ্গে রাখেন না। যে কারণে ট্রাফিক পুলিশ ধরলেই অধিকাংশ সময় তাদের জরিমানার মুখোমুখি হতে হয়। তবে এই ধরনের নিয়মভঙ্গ থেকে রক্ষা পাওয়া যেতে পারে সহজেই। চালকরা এই ৪টি উপায়ে ট্রাফিক পুলিশকে তাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে চালানোর হাত থেকে রক্ষা পেতে পারেন।

১) প্রথমেই যে উপায়টির কথা বলা হচ্ছে সেটি পুরাতন উপায় অর্থাৎ হার্ডকপি দেখানো। এই উপায় বছরের পর বছর ধরে চলে আসছে। সুতরাং এই উপায় সম্পর্কে নতুন কিছু বলার নেই। তবে ড্রাইভিং লাইসেন্সের হার্ডকপি সঙ্গে রাখা হলে অনেক সময় তা হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়ার মতো ঝুঁকি থাকে।

২) চালকরা নিজেদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেন কেন্দ্র সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটদের মাধ্যমে। বহু চালক বা নাগরিকরা রয়েছেন যারা এই উপায়টি জানেন না। যদিও এই প্রক্রিয়া কিছুটা হলেও জটিল। এছাড়াও ইন্টারনেট সমস্যা অথবা ওয়েবসাইট লোডিংয়ের ক্ষেত্রে কোন সমস্যা হলে অযথা সময় নষ্ট হতে পারে।

আরও পড়ুন 👉 Vessel Service: আরও সহজে গঙ্গার উপর দিয়েই যাওয়া যাবে গন্তব্যে, জলপথে নয়া উদ্যোগ রাজ্যের

৩) তিন নম্বর যে উপায়ের কথা বলব তা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। উপায়টি হলো কেন্দ্র সরকারের এম-পরিবহন অ্যাপ নিজেদের স্মার্টফোনে ইন্সটল করে রাখা। যে অ্যাপের মধ্যে My Virtual ID সেকশনে যেতে হবে এবং নিজের জন্ম তারিখ ও ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়ে ভার্চুয়াল আইডি হিসেবে ড্রাইভিং লাইসেন্স রাখা যাবে, প্রয়োজন মত তা দেখানো যাবে। এই পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স দেখালেও কোন ট্রাফিক পুলিশ চালান কাটতে পারবে না।

৪) কেন্দ্র সরকারের এম পরিবহন অ্যাপের মতোই রয়েছে অন্য একটি অ্যাপ আর তার নাম হলো ডিজিলকার। এই অ্যাপের মধ্যে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও অন্যান্য যে কোন ডকুমেন্ট সফট কপি হিসেবে রাখা যায়। সবচেয়ে বড় বিষয় হলো দেশের যে কোন জায়গার ট্রাফিক পুলিশ এই অ্যাপের মধ্যে থাকা ড্রাইভিং লাইসেন্স গ্রাহ্য বলেই মেনে নেয়। সুতরাং এই অ্যাপ ব্যবহার করেও ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে চালান কাটানোর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।