লকডাউনের মাঝে টিভির পর্দায় ফিরছে ৯০ দশকের সুপারহিরো ‘শক্তিমান’, রইলো সময়সূচি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি ভারতেও বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। মঙ্গলবার সংখ্যাটা ছাড়িয়েছে ১৩৫৬। আর এই সংক্রমণ ঠেকাতে কেন্দ্র সরকার দেশের মানুষকে গৃহবন্দি করে রাখার জন্য দেশজুড়ে জারি করেছে ২১ দিনের লকডাউন। একজন পূর্ণবয়স্ক মানুষের পক্ষেই একদিন গৃহবন্দী হয়ে থাকাটা খুবই কষ্টকর, তারপর আবার ছোট ছোট শিশুরা। মন চঞ্চল হয়ে উঠছে তাদের। অন্যদিকে আবার টিভির পর্দায় চোখ রেখে দিন বের হবে তা-ও নয়। কারণ করোনা সংক্রমণের কারণে বন্ধ সিরিয়াল ও অন্যান্য অনুষ্ঠানের শ্যুটিং। সিরিয়াল ও অন্যান্য অনুষ্ঠান টিভির পর্দায় এখনও চললেও তাতে নতুন কিছু দেখা মিলছেনা, ঘটছে আগেকার ঘটনার পুনরাবৃত্তি। তাই কেন্দ্র সরকার এবার সাধারণ মানুষকে আনন্দে রাখতে একেবারে পুরনোতেই ভরসা রাখতে শুরু করেছে। দিন কয়েক আগেই টিভির পর্দায় ফিরেছে রামায়ণ, মহাভারত, আর এবার টিভির পর্দায় আসতে চলেছে ৯০ দশকের সুপারহিরো ‘শক্তিমান’।

Advertisements

Advertisements

৯০ দশকের সুপারহিরো ‘শক্তিমান’ এর জনপ্রিয়তা ছিল একসময় উচ্চতার শিখরে। এই অনুষ্ঠানটি প্রথম প্রথম দেখানো হতো শনিবার। আর শনিবার খুদে পড়ুয়ারা এই অনুষ্ঠান দেখার জন্য স্কুল বন্ধ করে দিত। পরে তা উপলব্ধি করে অনুষ্ঠানটিকে রবিবার করা হয়। তারপর প্রতি সপ্তাহের রবিবার আসা মানেই সকলে অধীর আগ্রহে বসে থাকতো কখন এই অনুষ্ঠান শুরু হবে। সেই জনপ্রিয়তার শিখরে থাকা অনুষ্ঠানে এবার বর্তমান প্রজন্মের শিশুদের সামনে আসতে চলেছে ১লা এপ্রিল থেকে।

Advertisements

শক্তিমানের প্রেক্ষাপট ছিল একজন চিত্র সাংবাদিককে নিয়ে। শক্তিমান তথা পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারনাথ শাস্ত্রী ছিলেন আজ কি আওয়াজ নামে সংবাদপত্রের ফটোগ্রাফার। তিনি সময়ের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে, পৃথিবীকে বাঁচাতে হয়ে উঠতেন ‘শক্তিমান’। এই অনুষ্ঠানটি ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বিপুল জনপ্রিয়তার সাথে চলেছে। প্রথমে এটি দেখানো হতো দূরদর্শন-১ এ। পরে অন্যান্য ভাষায় অনুষ্ঠানটিকে রূপান্তরিত করে অন্যান্য অনেক চ্যানেলেও দেখানো হয়েছে।

আর এই শক্তিমান আবারও ১লা এপ্রিল থেকে দেখা যাবে দূরদর্শন-১ এ। প্রতিদিন দেখা যাবে মুকেশ খান্না অভিনীত এই সিরিয়ালটি। দুপুর ১টার সময় ১ ঘন্টার জন্য শুরু হবে এই সিরিয়াল।

ভারত যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে চ্যালেঞ্জিং মুহূর্তে রয়েছে তখন একের পর এক পুরাতন সিরিয়ালকে টিভির পর্দায় ফিরিয়ে নিয়ে এসেছে কেন্দ্র সরকার। রামায়ণ, মহাভারত, সার্কাস, ব্যোমকেশ বক্সী, শক্তিমান, চাণক্য সব এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ফিরে আসবে।

Advertisements