পোস্ট অফিসে প্রবীণ নাগরিকরা পাবেন ডবল সুবিধা, এপ্রিল জারি নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদন : নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক দিয়ে নানান পরিবর্তন আনা হয় সরকারের তরফ থেকে। এই সকল বেশ কিছু পরিবর্তনের মধ্যে আবার রয়েছে আর্থিক পরিবর্তন। ঠিক সেই রকমই ১ এপ্রিল থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে বদল আনা হয়েছে ক্ষুদ্র সঞ্চয় সুদের হার। এই পরিবর্তন আনার ফলে বহু বিনিয়োগকারী অনেক বেশি সুদ পাবেন। তবে ডবল সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা (Senior Citizens)।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি করার ফলে Senior Citizens Saving Scheme এর ক্ষেত্রে এখন প্রবীণ নাগরিকরা অনেক বেশি সুদ পাবেন। এর পাশাপাশি এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। এসবের ফলেই দেশের প্রবীণ নাগরিকরা বিনিয়োগের ক্ষেত্রে ডবল সুবিধা পাবেন।

Senior Citizens Saving Scheme এর ক্ষেত্রে কেন্দ্র সরকার সুদের হার বৃদ্ধি করেছে ০.২%। এর আগে জানুয়ারি মাসে সুদের হার বৃদ্ধি করা হয়েছিল এবং সেই হাড় অনুযায়ী সিনিয়র সিটিজেনরা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তাদের বিনিয়োগের ক্ষেত্রে ৮% সুদ পেতেন। বর্তমানে এই সুদের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮.২%।

সিনিয়র সিটিজেনরা Senior Citizens Saving Scheme এ বিনিয়োগ করার ক্ষেত্রে দ্বিগুণ টাকা বিনিয়োগ করতে পারবেন তা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের ১ তারিখ থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে আরও সুবিধা বেড়েছে প্রবীণ নাগরিকদের।

এর আগে পোস্ট অফিসের Senior Citizens Saving Scheme এ প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারতেন। কিন্তু নিয়মে পরিবর্তন আনার ফলে ১ এপ্রিল থেকে প্রবীণ নাগরিকরা দ্বিগুণ অর্থ অর্থাৎ সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের ন্যূনতম বয়স হতে হবে ৬০ বছর। তবে ৫৫ বছর বয়সেও বিনিয়োগ করা যেতে পারে যদি বিনিয়োগকারী সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন।