লন্ডনের স্বাদ কলকাতায়, নামমাত্র খরচে ডবল ডেকার বাসে ঘুরে বেড়ানোর সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল এবং নেতাদের একাধিকবার বলতে শোনা গিয়েছে কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন। লন্ডন বানানোর সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে নানান তর্ক বিতর্ক থাকলেও সত্যি এবার লন্ডনের স্বাদ কলকাতায় পাওয়ার সুযোগ করে দিল রাজ্য পরিবহন দপ্তর।

Advertisements

অন্ততপক্ষে লন্ডনের মতো ডবল ডেকার বাসে চড়ে কলকাতা ঘোরার স্বপ্ন যাদের রয়েছে তাদের জন্য এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। কলকাতার রাস্তায় এই ডবল ডেকার বাস পথ চলা শুরু করেছে। সপ্তাহে তিন দিন এই ডবল ডেকার বাস চলবে এবং সেই বাসে চলার জন্য যাত্রীদের খরচ করতে হবে নামমাত্র।

Advertisements

প্রতি শুক্র, শনি এবং রবিবার এই বাস চলাচল করবে। দুপুর দুটো থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত চলাচল করা এই বাসে চড়ে কলকাতার বিভিন্ন উল্লেখযোগ্য জায়গা ঘোরার ব্যবস্থা করে দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। কলকাতা কানেক্ট নামে এই বাসে চড়ে ঘোরার জন্য টিকিট নিয়েও সমস্যা নেই। যাত্রীরা চাইলে আগে থেকেই অনলাইনে এই বাসে টিকিট বুকিং করে নিতে পারবেন।

Advertisements

ডবল ডেকার এই বাসে চড়ে যাত্রীরা ঘুরে দেখতে পারবেন সেন্ট জন্স চার্চ, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল। বাসে চড়ে কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য এই ডবল ডেকার বাসের আপার ডেকের খরচ মাথা পিছু ৬৪৯ টাকা এবং লোয়ার ডেকের খরচ মাথা পিছু ৪৯৯ টাকা।

এই বাসের জন্য অনলাইনে টিকিট বুকিং করতে যাত্রীদের লগইন করতে হবে www.wbtdcl.com ওয়েবসাইটে। বাস ছাড়ার অর্থাৎ দুপুর দুটোর আধঘন্টা আগে রিপোর্টিং করতে হবে। আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে যারা এই বাসে চড়ে লন্ডনের স্বাদ পেতে চান তাদের আগে থেকে টিকিট বুকিং করে নিতে হবে।

Advertisements