নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। মানুষের রেলের উপর এমন ব্যাপক নির্ভরশীলতার কারণেই এমন আখ্যা দেওয়া হয়ে থাকে। রেলের তরফ থেকেও এই বিপুলসংখ্যক যাত্রীদের সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সদা প্রচেষ্টা চালানো হয়।
রেলের তরফ থেকে এই বিপুল সংখ্যক মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার জন্য প্রতিদিন দেশের প্রায় ৮০০০ রেলস্টেশন থেকে ১২০০০ যাত্রীবাহী ট্রেন চালানো হয়ে থাকে। এছাড়াও আধুনিক পরিষেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন এবং রেল স্টেশনগুলিকে আরও উন্নত করা হচ্ছে। এসবের অঙ্গ হিসেবেই এবার রেলের তরফ থেকে এমন এক কোচ তৈরি করা হচ্ছে যার উপরে যাবেন যাত্রীরা আর নিচে যাবে মালপত্র।
ট্রেনে যাত্রী বহন করা ছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে রেলের তরফ থেকে এবার খরচ বাঁচানোর জন্য এমন এক ডবল ডেকার কোচ তৈরি করা হচ্ছে যাতে এই ধরনের সুবিধা থাকবে। এমন কোচ তৈরি করা হচ্ছে পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই এই ধরনের কোচ ট্র্যাকে নামানো হবে।
এই ধরনের কোচ ব্যবহার করা হলে রেলের তরফ থেকে এক ঢিলে দুই পাখি মারা হবে। কেননা পণ্য এবং যাত্রী বহন করার জন্য আলাদা আলাদা করে ট্রেন চালাতে হবে না। একটি ট্রেনের উপর তলাতে যাত্রীরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন আর নিচের তলায় যাবে প্রয়োজনীয় পণ্য। এর ফলে রেলের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
তবে এখনো পর্যন্ত রেলের পরিকল্পনা মাফিক এই কোচ তৈরীর কাজ শেষ হয়নি। এই ধরনের কোচ তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার পর রেল মন্ত্রণালয়ের গবেষণা বিভাগ রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন’ বা ‘আরডিএসও’ (RDSO) এর পরীক্ষা করবে। পরীক্ষায় সফলতা অর্জন করলে আগামী দিনে এই ধরনের আরও অনেক কোচ তৈরি করা হবে। এরপর নির্দিষ্ট রুটে নিয়ম মেনে পরিষেবা দেবে এই ডবলডেকার কোচগুলি।