জোড়া মাস্ক পরার ক্ষেত্রে কি করবেন, কি করবেন না, জানালো কেন্দ্র

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে দেশের। আর এই দ্বিতীয় ঢেউয়ের মাঝেই জল্পনা তৈরি হচ্ছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। আর করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমজনতার সবথেকে বড় অস্ত্র হলো মাস্ক। অন্যদিকে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জোড়া মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে জোড়া মাস্ক পরার ক্ষেত্রে বেশ কিছু জিনিস নজরে রাখতে হবে। সেটাই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisements

কি করবেন

Advertisements

১) দুটি মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে একটি মাস্ক হতে হবে সার্জিক্যাল এবং অন্যটি কাপড়ের। কাপড়ের মাস্ক যেন দুই বা তিন স্তরের হয়।

Advertisements

২) দুটি মাস্ক ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যাতে নাক যেন সঠিক ভাবে ঢাকা থাকে। কোনভাবেই যেন ফাঁকফোকর না থাকে। প্রয়োজনে নোজ ক্লিপ যুক্ত মাস্ক ব্যবহার করা যেতে পারে।

৩) দুটি মাস্ক ব্যবহার করার সময় নজরে রাখতে হবে কোন রকম যেন শ্বাস প্রশ্বাসের সমস্যা না হয়।

৪) কাপড়ের মাস্কটি প্রতিদিন পরিষ্কার করে নিতে হবে।

কি করবেন না

১) একই ধরনের দুটি মাস্ক ব্যবহার করবেন না। এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়।

[aaroporuntag]
২) একই মাস্ক টানা দুদিন পরা যাবে না। নির্দেশিকায় এমনটা জানানো হয়েছে। সে ক্ষেত্রে সার্জিক্যাল মাস্কটি ব্যবহার করার পর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ছেড়ে দিতে হবে এবং কাপড়ের মাস্কটি পরিষ্কার করে নিতে হবে।

Advertisements