নিজস্ব প্রতিবেদন : মুম্বই থেকে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে প্রয়াত হন বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তার মৃত্যুর পিছনে রয়েছে হৃদরোগে আক্রান্ত হওয়া। তবে তা হলেও তার এই মৃত্যু নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এ সকল প্রশ্নকে আরও একটু উস্কে দিলেন চিকিৎসক কুণাল সরকার।
কি কারণে গায়ক কে কে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেই নিয়ে ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন এই চিকিৎসক। শুধু টুইট নয়, পাশাপাশি সেই টুইটে তিনি চারটি কারণও উল্লেখ করেছেন। যা নিয়েই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। পাশাপাশি তিনি এই ঘটনাকে লজ্জা বলেও উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, ‘শহর কলকাতার লজ্জা এবং দুঃখের একটি সন্ধ্যা।’ এর পাশাপাশি তার সংযোজন ‘যতটা দুঃখ, ততটাই লজ্জা!’ তার এই টুইটে যেসকল কারণ উল্লেখ করা হয়েছে তা বেশ উল্লেখযোগ্য। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, বেসামাল ভিড়, AC বেহাল-ভীষণ গরম, মুখের উপর ফায়ার এক্সটিংগুইশার স্পে করা এবং দু’ঘণ্টার উপর সময় নষ্ঠ করে তারপর শেষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া।
Kolkata's Evening of Pain and Shame. pic.twitter.com/PROmvZbvhN
— KunalSARKAR (@KunalCardiac) June 1, 2022
এই চিকিৎসকের তোলা এই সকল প্রশ্ন যথেষ্ট উল্লেখযোগ্য। কারণ কেকের অনুষ্ঠান ঘিরে প্রথম থেকেই যে অব্যবস্থা লক্ষ্য করা যায় তা নিয়ে নানান মহলে নানান প্রশ্ন উঠছে। এরপর আবার হলে এসি বিকল হওয়া নিয়েও চিকিৎসকের তোলা প্রশ্ন যথেষ্ট ইঙ্গিত বহন করে। এর পাশাপাশি প্রয়াত এই সংগীতশিল্পীর ময়নাতদন্তেও উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
সেখানে উল্লেখ করা হচ্ছে প্রয়াত এই গায়ক লিভার এবং ফুসফুসের গুরুতর সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, তার শরীরে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। তবে এই রিপোর্ট প্রাথমিক রিপোর্ট এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়তো বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে।