নিজস্ব প্রতিবেদন : রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর এনডিএ-র তরফ থেকে তাদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় দ্রৌপদী মুর্মুর। অন্যদিকে বিরোধী শিবির যৌথভাবে এর আগেই নাম প্রকাশ করেছিল যশবন্ত সিনহার।
ভোটের ময়দানে প্রথম থেকেই দ্রৌপদী মুর্মু জয়লাভ করবেন তা এক প্রকার নিশ্চিত হয়ে থাকলেও যশবন্ত সিনহা কিন্তু সমানে সমানে লড়াই চালিয়ে যাওয়ার জন্য দেশের সাংসদ, বিধায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এই যোগাযোগ রাখার ফলও পান যশবন্ত সিনহা।
ভোটের ফলাফলে দেখা যায়, বিভিন্ন রাজ্যের বিধায়ক সাংসদরা ক্রস ভোটিং করে দ্রৌপদী মুর্মুকে ভোট দিলেও ১৯৬৯ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে (১৯৭৭ সালে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচন) সবথেকে কম ভোটের ব্যবধানে জিতলেন দ্রৌপদী মুর্মু। তবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার ফলে তিনি একসঙ্গে পাঁচটি রেকর্ড তৈরি করেছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মু কত টাকা বেতন পাবেন এবং কি কি সুবিধা পাবেন?
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বড় রাষ্ট্রপতি ভবন হল ভারতে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর বিশ্বের বৃহত্তম রাষ্ট্রপতি ভবনে বসবাস করবেন পাঁচ বছরের জন্য। ৩২০ একর জমির উপর তৈরি দিল্লির রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন। ১৯২৯ সালে এই রাষ্ট্রপতি ভবন নির্মাণ করা হয়েছিল। রাষ্ট্রপতির মূল ভবনে রয়েছে ৩৪০ টি ঘর। এর পাশাপাশি রয়েছে অধিকারীনিবাস, স্বাগত কক্ষ, অতিথিশালা, রাষ্ট্রপতির কার্যালয়, বিশালাকার উদ্যান, অঙ্গরক্ষক এবং কর্মচারিদের থাকার ব্যবস্থা, আস্তাবলও, এমন কিছু কিছু জায়গা, যা সাধারণ দর্শকরা টিকিট কেটে ঘুরে দেখার সুযোগ পান। এগুলির মধ্যে উল্লেখযোগ্য মিউজিয়াম, মুঘল গার্ডেন।
১৯৫১ সালের নিয়ম অনুসারে রাষ্ট্রপতির বেতন এবং তার পেনশন নির্ধারিত করা হয়েছে। সেই মোতাবেক দ্রৌপদী মুর্মু মাসে ৫ লক্ষ টাকা বেতন পাবেন। বছরে দুবার তিনি ছুটিতে যেতে পারবেন সিমলার দ্য রিট্রিট বিল্ডিং এবং হায়দরাবাদের রাষ্ট্রপতি নিলয়মে। অবসর গ্রহণের পর দ্রৌপদী মুর্মু পাবেন সুজজ্জিত বাংলো। পেনশন হিসেবে পাবেন মাসে দেড় লক্ষ টাকা। এছাড়াও আজীবন কাল ট্রেনে এবং বিমানে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন।