Missile Test in West Bengal: শুধু নয় ওড়িশা, এবার বাংলা থেকেও হবে মিসাইল পরীক্ষা, বেছে নেওয়া হলো এই জায়গা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা ডিআরডিও (DRDO) দেশের সুরক্ষার জন্য প্রতিনিয়ত নানান গবেষণা চালাচ্ছে। তাদের এ সকল গবেষণা থেকে উঠে আসা নানান ধরনের মিসাইল দেশের হাতে তুলে দেওয়ার আগে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতদিন এমন পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য ওড়িশাকে বেছে নেওয়া হতো, তবে এবার এইসব পরীক্ষা হবে বাংলার বুকেই (Missile Test in West Bengal)।

Advertisements

ডিআরডিও তাদের গুরুত্বপূর্ণ সব পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য ওড়িশার বিভিন্ন উপকূল এলাকে এযাবৎ বেছে নিত এবং সেখান থেকেই চলতো নানান ধরনের উৎক্ষেপণ। তবে শুধু উড়িষ্যা নয়, ওড়িশার পাশাপাশি এমন অনেক উপকূলবর্তী এলাকা রয়েছে পশ্চিমবঙ্গে, যে সকল জায়গা থেকেও পরীক্ষা-নিরীক্ষা চালানো যেতে পারে। এছাড়াও দিন দিন ডিআরডিও তাদের আবিষ্কার অনেক বাড়িয়েছে। এসবের পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গকেও বেছে নেওয়া হয়েছে মিসাইল উৎক্ষেপণের জন্য।

Advertisements

উড়িষ্যার বিভিন্ন উপকূলবর্তী জায়গার পাশাপাশি এবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূলবর্তী এলাকাকে এমন পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য বেছেছে ডিআরডিও। এই উপকূলবর্তী এলাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য সমস্ত কাজ প্রায় শেষের দিকে বলেই জানা যাচ্ছে। দীঘা সমুদ্র সৈকতের একেবারে কাছে অবস্থিত জুনপুট এলাকার উপকূল থেকে মিসাইল উৎক্ষেপণ করা হবে। ওই জায়গাকে বেছে নেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Dheu sagar Park Digha: নামমাত্র খরচ, অথচ দিঘাই ঘুরতে গিয়ে অনেকেই মিস করে যান এই জায়গা

পর্যটকদের জন্য দীঘা যেমন একটি জনপ্রিয় জায়গা ঠিক সেই রকমই দীঘার পাশাপাশি জুনপুটও বেশ জনপ্রিয়। এবার এই জায়গাটিকেই ডিআরডিও বেছে নিয়েছে মিসাইল উৎক্ষেপণ করে পরীক্ষার জন্য। সংস্থা সূত্রে জানা যাচ্ছে, মিসাইল উৎক্ষেপণ করে পরীক্ষার জন্য সমস্ত কাজ শেষের দিকে হওয়ার পাশাপাশি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই এখান থেকে করা হতে পারে উৎক্ষেপণ।

ডিআরডিওর এমন মিসাইল উৎক্ষেপণ করে পরীক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে জমি নিয়ে সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জমি দেওয়া হয়েছে এবং সেখানে মিসাইল উৎক্ষেপণ করার জন্য মিসাইল লঞ্চ প্যাড তৈরি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল রাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরেছেন এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা জানুয়ারিতেই মিসাইল লঞ্চ করা হবে বলে জানিয়েছেন।

অন্যদিকে জানা যাচ্ছে ওই একই সময়ে উড়িষ্যার বালেশ্বর থেকেও একটি মিসাইল ছোড়া হবে। ডিআরডিও পরীক্ষা করে দেখতে চাইছে, দুটি মিসাইল মাঝপথে কিভাবে একে অপরকে ইন্টারসেপ্ট করে। তবে সে যাই হোক, যা জানা যাচ্ছে তাতে এই প্রথম পশ্চিমবঙ্গের কোন উপকূল থেকে এমন মিসাইল উৎক্ষেপণ করে পরীক্ষা চালাবে ডিআরডিও।

Advertisements