নিজস্ব প্রতিবেদন : ভারতের বিভিন্ন প্রান্তে জগন্নাথ দেবের (Jagannath Dev) রথযাত্রার (Rath Yatra) আয়োজন করা হয়ে থাকে। ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেও ধুমধাম করে রথযাত্রার আয়োজন হয়। কিন্তু রথযাত্রার সবচেয়ে বেশি ধুমধাম দেখা যায় ওড়িশায় (Odisha)। উড়িষ্যার পুরীতে (Puri) জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়। প্রতিবছরের মতো এই বছরও পুরীর রথযাত্রা উপলক্ষে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। তবে এরই মাঝে একটি বিষয়ে পুলিশের তরফ থেকে কড়া নিয়ম জারি করা হলো। জারি হওয়া ওই নিয়ম না মানলে অসুবিধায় পড়তে হবে।
আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ জুন মাসের ২০ তারিখ জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে। জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে যেমন প্রস্তুতিপর্ব চলছে তৎপরতার সঙ্গে ঠিক সেই রকমই নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও ব্যাপক নজরদারি চালানো হচ্ছে। কোথাও যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকম বন্দোবস্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন।
রথযাত্রায় উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেব মন্দিরে (Jagannath Temple) যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব জায়গায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার করা হয়েছে যে সেখানে মাছি গলতেও ভয় পাবে। এরই সঙ্গে সঙ্গে মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার ড্রোন (Drones) উড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হলো। সোমবার এমন নির্দেশিকা জারি করা হয়েছে।
এই নির্দেশিকা জারি করার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যদি কেউ পুলিশ প্রশাসনের এই নির্দেশিকা অমান্য করে ড্রোন উড়ান সেক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, এই ধরনের ঘটনায় ড্রোন বাজেয়াপ্ত করার পাশাপাশি আর্থিক জরিমানা থেকে শুরু করে সাজা পর্যন্ত হতে পারে।
জগন্নাথ দেব মন্দির চত্বরে ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞা আগামী ১ জুলাই পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি পুলিশ আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, ‘অনভিজ্ঞ কেউ ড্রোন ওড়ালে সেটা ভক্তদের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি হতে পারে। সেজন্যই ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হবে।’ এর পাশাপাশি রথযাত্রার আগে পুরীর জগন্নাথ মন্দির চত্ত্বর রেড জোন হিসাবে ঘোষিত হয়েছে।