নিজস্ব প্রতিবেদন : ‘যে রাঁধে সে চুলও বাঁধে।’ চিরাচরিত এই প্রবাদকে আদি যুগ থেকেই প্রমাণ করে আসতে দেখা যায় মহিলাদের। ঠিক একই ভাবে দীর্ঘদিন ধরেই এমন কীর্তি দেখিয়ে আসার পাশাপাশি এই চিরাচরিত প্রবাদকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কীর্তি দেখালেন মধ্যপ্রদেশের এক লেডি পুলিশ অফিসার। তিনি এমন কৃতিত্ব করেছেন নিজের একরত্তিকে কোলে নিয়েই কর্তব্যে অবিচল থাকার কারণে।
লেডি ওই পুলিশ অফিসারের কর্তব্যে এমন অবিচল থাকায় মুগ্ধ হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই মুগ্ধতাবশত মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই লেডি পুলিশ অফিসারের এমন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। সোশ্যাল মিডিয়ায় ওই ছবি আপলোড হওয়ার পর থেকেই ওই লেডি পুলিশ অফিসার নেটিজেনদের কুর্নিশ করতে শুরু করেছেন।
ওই লেডি পুলিশ অফিসারের নাম জানা গিয়েছে মনিকা সিং। বর্তমানে তিনি মধ্যপ্রদেশের ধর জেলার ডিএসপি পদের দায়িত্ব সামলেছেন। সম্প্রতি ওই জেলায় যান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে যে হেলিপ্যাডে তার চপার নেমেছিল ঠিক সেই জায়গায় দায়িত্বে ছিলেন এই ডিএসপি মনিকা সিং। সেখানে চপার থেকে নেমে ওই মহিলা পুলিশ অফিসারের এমন একরত্তিকে কোলে নিয়ে কর্তব্যে অবিচল থাকার মুহূর্ত দেখে মুগ্ধ হন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোশ্যাল মিডিয়ায় ওই লেডি পুলিশ অফিসার মনিকা সিং-এর ছবি আপলোড করার পাশাপাশি লিখেছেন, “আলিরাজপুর যাওয়ার সময় আমি দেখলাম ডিএসপি মনিকা সিং নিজের দেড় বছরের শিশুকে নিয়েই নিজের ডিউটি করছিলেন। নিজের কর্তব্যের প্রতি ওনার অবিচলতা প্রশংসনীয়। এইভাবে কর্তব্যে অবিচল থাকার জন্য আমি উনাকে শুভকামনা এবং উনার শিশুকে আশীর্বাদ করছি।”
अलीराजपुर यात्रा के दौरान मैंने देखा कि डीएसपी मोनिका सिंह अपनी डेढ़ वर्ष की बेटी को बेबी कैरियर बैग में लिए ड्यूटी पर तैनात थीं।
अपने कर्तव्य के प्रति उनका यह समर्पण अभिनंदनीय है। मध्यप्रदेश को आप पर गर्व है।
मैं उन्हें अपनी शुभकामनाएं और लाडली बिटिया को आशीर्वाद देता हूं। pic.twitter.com/XFk7h2yxyY
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) October 20, 2021
এই ঘটনার পর ডিএসপি মনিকা সিংকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এক সাক্ষাৎকারে জানান, “আমি মা হিসেবে আমার কর্তব্য পালন করতে চাই। সেই সঙ্গে পুলিশ অফিসার হিসেবেও নিজের দায়িত্ব পালন করতে চাই আমি।” সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই ভাইরাল হওয়ার পাশাপাশি নেটিজেনরা ডিএসপি মনিকা সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।