চালু হচ্ছে ‘দুয়ারে রেশন’ পাইলট প্রজেক্ট, সামনে এলো দিনক্ষণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় যেসকল উন্নয়নের প্রতিশ্রুতিকে হাতিয়ার করেছিলেন তার মধ্যে অন্যতম হলো ‘দুয়ারে রেশন’। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বাড়ির দরজায় পৌঁছে যাবে রেশন। আর তৃতীয় বারের জন্যও সরকারের প্রত্যাবর্তন করেই সেই প্রতিশ্রুতি পূরণে নেমে পড়ল রাজ্য খাদ্য দপ্তর।

Advertisements

Advertisements

মঙ্গলবার রাজ্য খাদ্য ভবনে ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা নিয়ে একটি জরুরি বৈঠক হয়। এই বৈঠকে রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ না থাকলেও উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, খাদ্যসচিব পারভেজ সিদ্দিকি। সেই বৈঠকেই দুয়ারে রেশন ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটিকে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে চালু করার ঘোষণা করা হয়।

Advertisements

জানা গিয়েছে, পাইলট প্রজেক্ট হিসাবে এই দুয়ারে রেশন প্রকল্প আপাতত রাজ্যের মোট ২২টি জেলার ২২টি রেশন দোকান থেকে চালু করা হবে। এর পাশাপাশি শহরাঞ্চলের আরও ৬টি রেশন দোকান অর্থাৎ মোট ২৮টি রেশন দোকান থেকে পাইলট প্রজেক্ট হিসাবে এই ব্যবস্থা শুরু করা হবে। পরবর্তীতে প্রোজেক্টের সফলতা অনুযায়ী সারা রাজ্যে তা শুরু করার ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ যেহেতু বড় দায়িত্বের তাই কিছুটা সময় নিতে হবে। এই কাজের ধরণ সম্পূর্ণ নতুন। এই ব্যবস্থাপনা চালু হলে মাসের প্রথম ১৫ দিন গ্রাহকরা রেশন দোকানে এসে রেশন সামগ্রী নিন এবং বাকি ১৫ দিন রেশন দোকানের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী দেবে।

[aaroporuntag]
এদিনের এই বৈঠক শেষে জানা গিয়েছে ‘দুয়ারে রেশন’ পাইলট প্রজেক্ট আগামী শুক্রবার থেকেই রাজ্যে শুরু হতে চলেছে। তবে পরবর্তী যে সকল পরিকল্পনা অর্থাৎ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ডিলার ফেডারেশনের পরিকল্পনা বা প্রস্তাব সবই নির্ভর করবে এই পাইলট প্রজেক্টের সফলতার উপর।

Advertisements