এই তারিখ থেকে রাজ্যে পুরোপুরি চালু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration)। এই প্রকল্পের মধ্য দিয়ে উপভোক্তাদের বাড়িতে বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

Advertisements

Advertisements

ভোটে তৃতীয়বারের জন্য জয়লাভ করার পর রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার জন্য শুরু করা হয় দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট। দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রেশন ডিলারদের মধ্যে ক্ষোভ থাকলেও এই পাইলট প্রজেক্ট চলাকালীন অভূতপূর্ব সাড়া মিলেছে বলে জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এরই পরিপ্রেক্ষিতে এবার রাজ্যে পুরোপুরি ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প।

Advertisements

রাজ্য খাদ্য দপ্তর সূত্রে খবর, উপভোক্তাদের বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী রেশন ডিলারদের উৎসাহ দিতে বৈঠক করা হয়েছে। ডিলারদের অতিরিক্ত কমিশনের দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। অতিরিক্ত কমিশনের দাবি-দাওয়া মেনে সেই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। আর এতেই ফল মিলবে বলে আশা করা হচ্ছে।

অক্টোবর মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৫০% রেশন ডিলারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে দুয়ারে রেশন প্রকল্পের জন্য রেশন ডিলারদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে গাড়ি কেনার জন্য। এইসবের পর আগামী ১৬ নভেম্বর থেকেই পুরোপুরিভাবে রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে দুয়ারে রেশন প্রকল্প বলেই জানা যাচ্ছে।

দুয়ারে রেশন এই প্রকল্পের মাধ্যমে রেশন ডিলার উপভোক্তাদের প্রাপ্য রেশন সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন তাদের এলাকায়। সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন কার্ড যাচাই করার পর উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রাপ্য রেশন সামগ্রী। এই ব্যবস্থার ফলে কিছুটা হলেও কষ্ট লাঘব হচ্ছে আমজনতার।

Advertisements