লাল্টু মুখার্জি: কথা রাখল ক্লাব। ২০২২ সালে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা হলো শনিবার। অর্থাৎ একটি টুর্নামেন্ট শেষ করা হলো ৩ বছর ধরে। আসলে ২০২২ সালে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেই টুর্নামেন্ট বিশেষ কারণবশত বন্ধ হয়ে গিয়েছিল মাঝ পথে। তবে আয়োজকরা কথা রেখে সেই টুর্নামেন্ট শেষ করল।
যে টুর্নামেন্টের কথা বলা হচ্ছে তাহল দুবরাজপুর চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজন করেছিল ডি.এস.এ.। ১২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। এরপর শুক্রবার হয় দুটি সেমিফাইনাল খেলা এবং শনিবার হয় ফাইনাল খেলা। দীর্ঘ ৩ বছর পর এই খেলা পুনরায় হওয়ায় উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
আরও পড়ুন: চলতি সপ্তাহেই ১৬ ডিগ্রি ছুঁয়ে যাবে জেলার সর্বনিম্ন তাপমাত্রা
এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয় দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে। ফাইনালে মুখোমুখি হয় দুবরাজপুরের দুই ক্রিকেট দল এঞ্জেল ও ইসলাম স্পোটিং ক্লাব। প্রথমে ব্যাট করে এঞ্জেল ২০ ওভারে ১৬৯ রান করে। ১৭০ রানে লক্ষ্যমাত্রা দেয় ইসলাম স্পোর্টিং ক্লাবকে। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সব উইকেট হারিয়ে ১৩২ রান করে ইসলাম স্পোর্টিং ক্লাব। এই খেলায় বিজয়ী হয় এঞ্জেল এবং বিজিত হয় ইসলাম স্পোর্টিং ক্লাব। ফাইনালে বিজয়ী দলকে ট্রফি ও ১৫,০০০ টাকা তুলে দেওয়া হয় এবং বিজিত দলকে ট্রফি ও ১০,০০০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এছাড়াও ছিল ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ এবং ফাইনাল খেলায় ক্রিকেটপ্রেমী প্রয়াত অর্ক পান্ডের স্মৃতির উদ্দেশ্যে ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি দেওয়া হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, কাউন্সিলর মানিক মুখার্জী, বনমালী ঘোষ, সাগর কুন্ডু, ডিএসএ ক্লাবের সম্পাদক সন্দীপ মুখার্জী, সভাপতি নয়ন ওঝা, ক্লাবের ক্রীড়া সম্পাদক সবিতাব্রত ব্যানার্জি সহ ক্লাব সদস্যরা।