লাল্টু : করোনা প্রকোপের কারণে স্তব্ধ হয়ে গেছে জনজীবন। স্কুল-কলেজ বন্ধ, বন্ধ স্বাভাবিক গণপরিবহণ। যে কারণে বহু মানুষের মুখেই এখন বিষন্নতা, অনেকেই আবার রোজগার হারিয়ে হতভম্ব। তবে এই প্রতিকূল অবস্থা একদিন স্বাভাবিক হবেই। এই বার্তা দিয়েই এবার দুবরাজপুরের এক দুর্গাপূজা মন্ডপের থিম ‘মাতৃ আগমনে করোনা বিদায়’।
এমন থিম দেখতে পাওয়া যাবে দুবরাজপুরের দাসপাড়া ও ডাকবাংলাে পাড়ার সার্বজনীন দুর্গাপূজায়। তাদের এই পূজা পা দিলো ১০ বছরে। তাদের বাজেট প্রায় দু’লক্ষ কুড়ি হাজার টাকা। দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার দুর্গাপুজো দেখতে শহরের মানুষ মুখিয়ে থাকেন। প্রতিবছরই তাদের থিম থাকে অন্যরকম ভাবনা। তাদের ভাবনা মূলত সমাজ সচেতনতামূলক।
এবছর তারা তাদের থিমের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ‘মায়ের আগমনের সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছে করোনা, সকলে স্বাভাবিক ভাবে আবার কাজে যোগ দিচ্ছেন, স্কুল কলেজ খুলছে, ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে, রিকশাওয়ালারা আনন্দে আছেন, যারা হকারি করেন তারাও বিক্রি করতে রাস্তায় নেমে পড়েছেন।’
আবার এক জায়গায় দেখা যাচ্ছে মাতৃ আরাধনার সঙ্গে সঙ্গেই আবার মানুষের জীবনে নতুন সূর্য উদয় হয়েছে। এছাড়াও গ্রাম্য পরিবেশের যেভাবে দুর্গা পুজো হয় সেটাই তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা। মন্ডপের পরিবেশকে খাপ খাইয়ে নানান ধরণের লাইটের ব্যবস্থা করা হয়েছে।
দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার পুজো কমিটির সম্পাদক গোপাল দত্ত জানান, “আমরা করোনা আবহে সমস্ত সরকারি ও হাইকোর্টের নির্দেশাবলী মেনে পুজো করছি। আগত দর্শকদের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা থাকছে। দীর্ঘ লকডাউন ও করোনা আবহে দর্শনার্থীদের মনকে চাঙ্গা করতে পজেটিভ থিম ভাবনাকে তুলে ধরা হয়েছে।”