চারচাকা গাড়িতে পাচার হচ্ছিল ৩২ কেজি গাঁজা, পুলিশি তৎপরতায় পাকড়াও ১

Laltu Mukherjee

Published on:

Advertisements

লাল্টু : ভর সন্ধ্যা বেলায় একটি চারচাকা গাড়ি দিয়ে করে পাচার করা হচ্ছিলো ৩২ কেজি গাঁজা। গোপন সূত্রে সেই গাঁজা পাচারের খবর পেয়ে পুলিশ আগে থেকেই ওঁৎ পেতে বসেছিল। পুলিশের কাছে আগাম খবর অনুযায়ী ওই গাড়ির নম্বরও ছিল। যার পরেই পুলিশ ওই পাচারকারী গাড়ি, গাড়ির চালককে আটক ও গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং সমস্ত পরিমাণ গাঁজাই উদ্ধার করা হয়।

Advertisements

Advertisements

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা বেলা দুবরাজপুর থানা এলাকার সাতকেন্দুরীর আলম বাবা মোড়ের কাছে। পাচারকারী ওই গাড়িটি ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুবরাজপুর শহরের দিকে আসছিল। ঠিক সেই সময় পুলিশের তরফ থেকে ওই গাড়ি আটকানো হয় এবং তল্লাশি শুরু করা হয়। তল্লাশির সময় গাড়ির ডিকি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গাড়ির চালককে গ্রেপ্তার এবং গাড়িটিকে আটক করা হয়।

Advertisements

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ গাঁজা আনা হয়েছিল ঝাড়খন্ড থেকে। এইভাবেই অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছে। গোপন সূত্রের খবর ধরে তাদের গতকাল গ্রেপ্তার করা সম্ভব হয়। দুবরাজপুর থানার পুলিশের তরফ থেকে মূল অভিযুক্তের খোঁজে চালানো হচ্ছে। পাশাপাশি কতদিন ধরে এই ব্যবসা চলছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।

[aaroporuntag]
গতকালকের এই ঘটনায় যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হলো মলয় গঁড়াই। তিনি সদাইপুর থানার অন্তর্গত কালোসোনা গ্রামের বাসিন্দা। ধৃত ওই ব্যক্তিকে বুধবার সিউড়ি জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Advertisements