খোয়াজ মহঃপুরে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

লাল্টু : অক্টোবর মাসের ১৭ তারিখ বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত খোয়াজ মহম্মদপুর গ্রামে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ভেঙে পরে একটি কংক্রিটের বাড়ি। বাড়িটিতে সেখ নবির ও সেখ জিহু নামে দুই ব্যক্তি বসবাস করতেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশের বাড়ির দেওয়াল ভেঙে আহত হয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সাহিনা খাতুনও।

ঘটনার ঘটনাস্থলে দুবরাজপুর থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায়, ঘিরে ফেলা হয় পুরো এলাকা। ওই বাড়ির আশেপাশে আর কোন জায়গায় বিস্ফোরক রয়েছে কিনা তাও খতিয়ে দেখে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার পরই প্রাথমিকভাবে অনুমান মজুদ বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে এই বাড়িতে।

এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য, “বিজেপির গুন্ডারা বোমা রেখেছে, কি বলবো, ওরা এসব করছে।”

আবার অন্যদিকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানান, “খোয়াজ মহম্মদপুর গ্রাম দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, ওই গ্রামে আমাদের কোন সংগঠন নেই। তৃণমূলের লোকেরা এত পরিমান বোমা মজুত রেখেছে রোজ যদি একটা করে বিজেপি কর্মীদের খুন করে তাহলে ওদের বোমা শেষ হবে না।”

তবে এই রাজনৈতিক তরজার মাঝে পুলিশ তাদের নিজেদের তদন্ত চালিয়ে যায়। ঘটনায় জড়িত থাকার জন্য দুবরাজপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন শেখ জাহির হুসেন এবং শেখ জুম্মন। এরা সম্পর্কে দু ভাই, এদের বাবা শেখ নবিরের খোঁজ চালাচ্ছে দুবরাজপুর থানা পুলিশ।

আজ ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।