ফের বীরভূমে উদ্ধার বোমা, এবার দুবরাজপুর

লাল্টু : অক্টোবর মাসের ১৭ তারিখ বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত খোয়াজ মহঃপুর গ্রামে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভেঙে পরে একটি কংক্রিটের বাড়ি। যে বাড়িতে বসবাস করতেন সেখ নবির ও সেখ জিহু নামে দুই ব্যক্তি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশের বাড়ির দেওয়াল ভেঙ্গেও আহত হয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সাহিনা খাতুন।

ঘটনার পর ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুবরাজপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন শেখ জাহির হুসেন এবং শেখ জুম্মন। এরা সম্পর্কে দু ভাই, এদের বাবা শেখ নবিরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর খোঁজ চালাচ্ছে দুবরাজপুর থানা পুলিশ।

ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে আদালত তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তারপর ওই বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় জোড়ালো তদন্ত। ধৃত ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে দুবরাজপুর ব্লকের বুদ গ্রামে মজুত রয়েছে বোমা।

এই বোমা মজুতের তথ্য পাওয়ার পর আজ দুবরাজপুর থানার পুলিশ আজ ওই গ্রামে হানা দিয়ে নদীর পাশে থাকা ঝোঁপ থেকে ১৫ টি বোমা উদ্ধার করে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়ার্ড দলকে।