Traffic Rules: সাইলেন্সারে বিকট শব্দ, ফট ফট করে ছুটছিল বাইক, ফটর ফটর বন্ধ করে দিল ট্রাফিক পুলিশ

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু মুখার্জী: এখনকার দিনে বহু কম বয়সী বাইক চালকদের দেখা যায় মোটর বাইকের সাইলেন্সারে কারসাজি করে বিকট শব্দে বাইক নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যেতে। এই ধরনের ঘটনায় ওই সকল চালকদের খুব আনন্দ হলেও শব্দ দূষণের পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষদের চরম সমস্যায় পড়তে হয়। সাধারণ মানুষদের তরফ থেকে এই ধরনের মোটরবাইক চালকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার বারবার দাবি উঠতে দেখা যায়। অবশেষে সেটাই ঘটলো। ট্রাফিক পুলিশের তরফ থেকে সাইলেন্সারে কারসাজি করে ফট ফট করে বাইক ছোটানো দুজনের ফটর ফটর বন্ধ করে দিল।

Advertisements

শুধু তাই নয়, একদিনে ১ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, তাও আবার একটি শহরেই! সেই শহর যে খুব বড় শহর তা নয়। বীরভূমের মতো জেলার সেই শহর একেবারেই ছোট্ট শহর। আর এই ছোট্ট শহর থেকেই এমন জরিমানা আদায় রীতিমতো নজিরবিহীন। ট্রাফিক নিয়ম (Traffic Rules) অমান্য করে একদিনের এমন ছোট্ট শহর থেকে এত টাকা আদায়ের পাশাপাশি দুজনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে দুবরাজপুরে।

Advertisements

সাইলেন্সারে কারসাজি করে বিকট শব্দে বাইক চালিয়ে ট্রাফিক পুলিশের জালে পড়ার এমন ঘটনা ঘটেছে সোমবার। গ্রেফতার হওয়া দুজনই পশ্চিম বর্ধমানের পাণ্ডেবেশ্বরের বাসিন্দা। ওই দুজন রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে পাণ্ডবেশ্বর থেকে দুবরাজপুর পাওয়ার হাউসের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে। কানে হেডফোন লাগিয়ে সজোরে পিকআপ দিয়ে ছুটছিল বাইক আর সাইলেন্সারের বিকট আওয়াজে আঁতকে ওঠেন পথ চলতি মানুষ। এরপরই রাস্তায় দায়িত্বে থাকা পুলিশ তাকে ধাওয়া করে কোর্ট মোড়ের কাছে ধরে ফেলেন। গ্রেফতার করা হয় দুজনকে, আটক করা হয় ওই মোটরবাইকটি।

Advertisements

আরও পড়ুন ? Railway Penalty Rule: ট্রেনে চলবে না কোনো কায়দা! বড় সিদ্ধান্ত রেলের, ধরা পড়লেই বড় শাস্তি

দুবরাজপুর থানা এলাকায় ১ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে গতকাল অর্থাৎ রবিবার। ট্রাফিক পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। ট্রাফিক আইন ভঙ্গ করে যাতায়াতকারী বিভিন্ন মোটর বাইক চালক এবং চারচাকা যানবাহন চালকদের থেকে এমন জরিমানা আদায় করা হয়েছে। শুধু জরিমানা আদায় নয়, এর পাশাপাশি দুবরাজপুর শহরে যাতে ট্রাফিক আইন মেনে মোটরবাইক থেকে চার চাকা যাতায়াত করে তার জন্য ট্রাফিক পুলিশের তরফ থেকে এখন মোক্ষম দাওয়ায় দেওয়া শুরু হয়েছে।

জানা যাচ্ছে, দিন কয়েক ধরেই শহরের বুকে বিকট আওয়াজ করে মোটরবাইক চালানোর প্রবণতা বেড়েছে কয়েকজন যুবকদের মধ্যে। এবার দুবরাজপুর থানার পুলিশের তরফ থেকে সিসি ক্যামেরা দেখে ওই সকল বাইক আরোহীদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের ডেকে পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রথমদিকে পুলিশের তরফ থেকে তাদের সতর্ক করা হবে বলেই জানা যাচ্ছে। পরবর্তীতে একটি কাজের পুনরাবৃত্তি হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisements