নিজস্ব প্রতিবেদন : স্মার্টফোন, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন নানান ভিডিও ভাইরাল হতে লক্ষ্য করা যায়। তবে ভাইরাল হওয়া এই সকল ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে পশুপাখিদের খুনসুটির ভিডিও। কখনো সারমেয়র কীর্তিকলাপ অথবা বাঁদরের দুষ্টুমি। সম্প্রতি সেই রকমই একটি হাঁসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে রীতিমতো হাসির রোল নেট পাড়ায়।
ভাইরাল হওয়া ভিডিওটি খুব অল্পসময়ের হলেও ভিডিওটি মন কেড়ে নেওয়ার। যেখানে দেখা গিয়েছে এক হাঁসের প্রাণ বাঁচানোর কৌশল, অভিনয়। হাঁসের ওই ভিডিওটিতে যা লক্ষ্য করা গিয়েছে তাতে একজন অভিনেতা বা অভিনেত্রী হিসাবে ওই হাঁসটি মানুষকেও নিমেষে হার মানিয়ে দেবে। তার এই অভিনয়ের জন্য হইছে ‘স্মার্ট ডাক’ তকমা পেয়েছে।
হাঁসের ওই ভিডিওটি শেয়ার করার সময় সেখানে লেখা হয়েছে, ‘কুকুরের থেকে কৌশলে প্রাণ বাঁচাল এই হাঁস। স্মার্ট ডাক!’ ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি হাঁসের কাছেই দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। স্পষ্ট যে ওই কুকুরটি হাঁসটিকে ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে। হাঁসটি একবার উঠলেই তাকে আক্রমণ করবে ওই কুকুরটি।
কিন্তু লক্ষ্য করা গিয়েছে হাঁসটি এতটাই চালাক যে ওই কুকুরের সামনে এমন ঘাপটি মেরে শুয়ে পড়েছে, যেন মনে হয় সে মারা গিয়েছে। হাঁসটির এই অভিনয়ের সামনে কুকুরটি এক্কেবারে বোকা বনে গিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এদিক ওদিক দেখার পর কুকুরটি ভাবে প্রাণ সংশয়ে রয়েছে হাঁসের। আর তা দেখে সে চলে যায়।
হাঁসটির কাছ থেকে কুকুরটি চলে যেতেই ওই হাঁসটি উঠে-পড়ে আর গটগট করে চলে যায়। এইভাবে হাঁসের এমন অভিনয় দেখে স্বাভাবিকভাবেই অবাক সোশ্যাল মিডিয়ার দর্শকরা। সোশ্যাল মিডিয়ার দর্শকদের অনেকেই এই ভিডিও দেখার পর মন্তব্য করেছেন, ‘এই হাঁসটিকে একটা অস্কার দেওয়া উচিৎ!’