অনুব্রত অনুপস্থিতির ফায়দা তুলল বিজেপি! কেষ্টগড়ে দুই আসনে মিলল বড় জয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমে এবার প্রথম কোন ভোট হল জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অনুপস্থিতিতে। প্রায় ১০ মাসের বেশি সময় ধরে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। প্রথম দিকে রাজ্যে থাকলেও এখন তার ঠাঁই হয়েছে তিহারে। এবার পঞ্চায়েত ভোটে এই অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির ফায়দা লুটলো বিরোধীদল বিজেপি।

Advertisements

অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের বীরভূমের বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী দেয় বিজেপি। বিজেপি ছাড়াও বিরোধী দল হিসাবে কংগ্রেস সিপিআইএম এবং নির্দল প্রার্থীরাও বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থীতে সক্ষম হয়। শনিবার ভোট গ্রহণের পর মঙ্গলবার সেই ভোটের ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশ পেতেই দেখা যায়, বীরভূমের দুই জায়গায় বড় জয় পেলেন দুই বিজেপি নেতা।

Advertisements

বড় জয় পাওয়া দুই বিজেপি নেতার মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি হলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মন্ডল (Dudh Kumar Mondal)। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ময়ূরেশ্বরের ব্রাহ্মণবড়া গ্রাম পঞ্চায়েতে একজন পঞ্চায়েত সদস্য হিসাবে। সেখানে তিনি তৃণমূলের প্রার্থীকে ২০০ ভোটে পরাস্ত করে জয়যুক্ত হয়েছেন।

Advertisements

দুধকুমার মন্ডল বীরভূমের একজন দাপুটে বিজেপি নেতা হিসাবে পরিচিত। তবে একটা সময় তিনি দলের বিরুদ্ধেই খুব উপড়ে দিয়েছিলেন এবং তিনি বিক্ষপ্ত বিজেপি নেতা হিসাবেই পরিচিতি লাভ করেন। তবে গতবার লোকসভা নির্বাচনে যেমন তাকে বিজেপি প্রার্থী করে ঠিক সেই রকমই এবার পঞ্চায়েত নির্বাচনে ও প্রার্থী করে। গত লোকসভা নির্বাচনে তিনি জয় লাভ করতে না পারলেও পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করলেন। স্বাভাবিকভাবেই তার এই জয়ে খুশি তার অনুগামীরা।

অন্যদিকে একইভাবে জয়লাভ করে সবাইকে ভড়কে দিয়েছেন বীরভূমের বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি অষ্টম মন্ডল। তিনি এবার কীর্ণাহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তিনি জয়লাভ করেছেন ৯০ ভোটে।

Advertisements