শ্যামলি দাস: গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল (Bangladesh Viral Video) হতে দেখা গিয়েছে। তবে ভাইরাল হওয়া সেই সকল ভিডিওর মাত্রা ছাড়িয়ে যায় সোমবার। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরই হাসিনা সরকারের পতন হয় আর তারপরেই চারদিকে শুরু হয় আন্দোলনকারীদের উল্লাস।
আন্দোলনকারীদের উল্লাস, তাদের বিভিন্ন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই একদিকে যারা এমন হিংস্র আন্দোলনের বিপক্ষে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন, অন্যদিকে যারা আন্দোলনকে সমর্থন করছিলেন তারাও আন্দোলনকারীদের উল্লাস দেখে নিজেরাও আনন্দমুখর হন। ভাইরাল হওয়া সেই সকল ভিডিওর মধ্যে একটি ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে, আর সেই ভিডিওটি দেখলে ‘থ’ হয়ে যাবেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিও।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দেওয়ার আগেই সোমবার আন্দোলনকারীরা দখল নিয়ে নিয়েছিল বাংলাদেশের গণভবন এবং শেখ হাসিনার বাসভবন। সেখানে ভাংচুর থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র লুটের ভিডিও দেখা গিয়েছে। এছাড়াও রাজপথের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উল্লাস ধরা পড়েছে। সেই সকল ভাইরাল ভিডিওতেই এমন এক যুবককে ধরা পড়েছে, যাকে দেখতে হুবহু বিরাট কোহলির মতো।
ভাইরাল হওয়া ওই ভিডিওটি প্রথম ঝলক দেখে অনেকেই ঘাবড়ে গিয়েছেন। অনেকেই প্রথম ঝলক দেখে মনে মনে ভাবতে শুরু করেন, বাংলাদেশের এমন উল্লাসে বিরাট কোহলি আবার কি করছেন? এমনকি ভাইরাল হওয়া ওই ভিডিওটি যিনি আপলোড করেছেন তিনিও দাবি করেছেন, ‘বিরাট কোহলিও বাংলাদেশের আন্দোলনে।’ এমনকি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট কোহলির হামসকল ওই যুবক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের টুপি পরে বিক্ষোভ আন্দোলন ও উল্লাসে সামিল হয়েছেন।
Even virat kohli is with us protesting from Bangladesh pic.twitter.com/OEKEu4vJuW
— GintokiSAMA?? (@MbmSourov) August 5, 2024
এই বিশ্বে শুধু বিরাট কোহলি নন, শচীন থেকে শুরু করে বিভিন্ন তারকাদের ডুপ্লিকেট দেখতে পাওয়া যায়। ওই সকল তারকাদের মত দেখতে এমন ডুপ্লিকেটদের দেখে অনেক সময় বোকা হোন সাধারণ মানুষেরা। ঠিক সেই রকমই বাংলাদেশের আন্দোলনে যে যুবককে দেখা গিয়েছে তার হাবভাব, স্টাইল পোশাক আশাক সবকিছুই যেন বিরাট কোহলির নকল। স্বাভাবিকভাবেই এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি ভাইরাল হওয়া ওই ভিডিওকে নিয়ে এখন নানান চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।