নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হলেও চলতি বছর করোনা সংক্রমণের কারণে সব যেন এলোমেলো হয়ে পড়েছে। সরকারিভাবে পুজো করার অনুমতি দেওয়া হলেও একাধিক সর্তকতা সম্বন্ধীয় বিধি নিষেধের কথাও উল্লেখ করা হয়েছে। তবে শুধু সরকারি বিধি নিষেধ নয় সাধারণ মানুষকেও তাড়া করছে করোনা ভয়।
অন্যদিকে চলতি বছর দুর্গা পুজোর একমাস আগে হয়ে গেছে মহালয়া। আশ্বিন মাসে দুটি অমাবস্যা পড়ে যাওয়ায় এই মাস শাস্ত্র মতে মল মাস। যে কারণে পুজো হচ্ছে কার্তিক মাসে। চলুন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবছরের দুর্গা পুজার নির্ঘণ্ট।
মহাপঞ্চমী : ২০ই অক্টোবর, বাংলা ৩রা কার্তিক, মঙ্গলবার। সকাল ১১টা ২০ মিনিট থেকে মহাপঞ্চমীর শুভারম্ভ। মহাপঞ্চমীর সমাপ্তি ২১শে অক্টোবর অর্থাৎ ৪ কার্তিক সকাল ৯টা ০৮ মিনিটে।
মহাষষ্ঠী : ২১ শে অক্টোবর, বাংলা ৪ কার্তিক, বুধবার সকাল ৯টা ০৯ মিনিট থেকে পরদিন সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত।
মহাসপ্তমী : ২২শে অক্টোবর, ৬ কার্তিক, বৃহস্পতিবার সকাল ৭টা ৪১ মিনিট থেকে শুক্রবার সকাল ৬টা ৫৭ মিনিট পর্যন্ত।
মহাষ্টমী : ২৩শে অক্টোবর, বাংলা ৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুভারম্ভ। সন্ধিপূজা রয়েছে সকাল ৬টা ৩৫ মিনিটের পর। সন্ধিপূজা শেষ হবে ৭টা ২৩ মিনিটের মধ্যে। মহাষ্টমীর সমাপ্তি শনিবার সকাল ৬টা ৫৯ মিনিটে।
মহানবমী : ২৪ শে অক্টোবর, বাংলা ৭ই কার্তিক শনিবার সকাল ৭টা থেকে পরদিন সকাল ৭টা ৪২ মিনিট পর্যন্ত।
বিজয়া দশমী : ২৫শে অক্টোবর, বাংলা ৯ কার্তিক, রবিবার সকাল ৭টা ৪৩ মিনিট থেকে সোমবার সকাল ৯টা ০১ মিনিট পর্যন্ত।