দেবী দুর্গা রূপে মুখ্যমন্ত্রী মমতা, কি কি রয়েছে নতুন এই থিমে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজোয় এ বারের থিম ‘তুমিই ভরসা’। এখানেই তাদের বড় চমক। তাদের বড় চমক রয়েছে দেবী দুর্গার মূর্তিতে। যেখানে দেখা যাবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে মূর্তি তৈরি করার কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে।

Advertisements

তবে এই মূর্তির ছবি সামনে আসতেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। বিজেপি নেতারা একের পর এক কটাক্ষ করতে শুরু করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। অন্যদিকে হিন্দু ভাবাবেগে আঘাত আনার অভিযোগ এনে ইতিমধ্যেই এই মূর্তি তৈরি করার কাজ বন্ধ করার দাবি তোলাও হয়েছে।

Advertisements

তবে এসবের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দেবী দুর্গার মূর্তি তৈরি হওয়ার খবর জানাজানি হতেই রাজ্যের বাসিন্দাদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে কি কি রয়েছে এই থিমে। থিম প্রসঙ্গে ইতিমধ্যে যা জানা যাচ্ছে তা হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি এই দেবী দুর্গা মূর্তি হবে সাদা শাড়ী পরিহিত। যার দশ হাতে থাকবে দশটি প্রকল্প।

Advertisements

এর পাশাপাশি এই মূর্তির পাশে থাকবে চেনা সেই হাওয়াই চটি। প্রতিমার চালচিত্রে থাকবে ‘বিশ্ব বাংলা’ লোগো। আর মণ্ডপ গড়ে তোলা হবে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের আদলে। এই প্রতিমা তৈরি করার কাজ চালাচ্ছেন মৃৎশিল্পী মিন্টু পাল।

তবে এই মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপি নেতারা কটাক্ষ করেছেন এবং অবিলম্বে এই মূর্তি তৈরি করার কাজ বন্ধ করার দাবি তুলেছেন। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য, “বহু অসহায় বাঙালির রক্তের দাগ লেগে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ভোট-পরবর্তী হিংসার ঘটনা তা প্রমাণ করে। যে কারণে এই মূর্তি তৈরি করে মা দুর্গার অপমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উচিত এই সব বন্ধ করে দেওয়া। বাঙালি হিন্দু ভাবাবেগে আঘাত করছেন তিনি।”

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মূর্তি তৈরি কাজকে কটাক্ষ করে বলেছেন, “অনেকেই আছেন যারা নিজের মূর্তি তৈরি করেন। পুজো করান। বচ্চন সাহেবেরও মন্দির আছে। মমতারও মূর্তি হতে পারে, ক্লাবকে টাকা দিয়ে করাতে পারেন। তবে দেবী দুর্গার জায়গায় নয়। মূর্তিরও তো বিসর্জন হয়। দড়ি ধরে আবার কেউ টান না মারে।”

তবে বিজেপির এই সকল কটাক্ষ এবং আক্রমনকে পাল্টা প্রতিহত করেছে তৃণমূলও। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, মানুষের মনের মনিকোঠায় বসে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনা তারই প্রমাণ।

Advertisements