লকডাউন চলাকালীন পথ কুকুরদের খাবারের বন্দোবস্ত করে নজির যুব সম্প্রদায়ের

Shyamali Das

Updated on:

অমরনাথ দত্ত : দেশের প্রতিটি প্রান্তকে ২১ দিনের জন্য লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই লকডাউনের বন্দোবস্ত। আর এই লকডাউন চলাকালীন বন্ধ হোটেল, বন্ধ বাজারের নানান রকমের খাবারের দোকান, বন্ধ আরও কত কি। আর যাতে করে সব থেকে বেশি সমস্যায় পথ কুকুররা। অন্যান্য গৃহপালিত পশুরা বাড়ির খাবার খেয়ে থাকলেও এই পথ কুকুররা সহজে তা পায় না, অভুক্ত থাকতে হবে তাদের। তাই তাদের কথা মাথায় রেখে এগিয়ে এলেন বেশ কিছু যুবক। তাদের খাবারের বন্দোবস্ত করে নজির গড়লেন তারা। শুধু একদিন নয়, যতদিন লকডাউন চলবে ততদিন তাদের খাবারের বন্দোবস্ত হবে বলে জানা গিয়েছে।

এমন মহৎ উদ্যোগ নিয়েছেন বীরভুমের বোলপুরের বেশ কিছু যুবক। যারা পথ কুকুরদের জন্য প্রতিদিন খাবার তৈরি করে পৌঁছে দিচ্ছেন ঐসকল কুকুরদের কাছে। খাবারের মেনুতে ভাত, মাংস, শাকসবজি নানান কিছু থাকছে দিন বিশেষে। এছাড়াও তারা এলাকার বয়স্ক মানুষদের যারা বাড়ির মধ্যে লকডাউন হয়ে রয়েছেন তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস চাহিদামত পৌঁছে দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।

লকডাউন শুরু হওয়ার প্রথম দিন থেকে একইরকম পদক্ষেপ নিতে দেখা গিয়েছে বীরভূমের সাঁইথিয়ার আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থার। পথপ্রদর্শক নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থাও পথ কুকুরদের খাবারের বন্দোবস্ত করার পাশাপাশি খাবারের বন্দোবস্ত করেছে রেলস্টেশনে থাকা অভুক্ত মানুষদের জন্য। লকডাউনকে উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে আসা মানুষদের বাড়িতে থাকার অনুরোধ করেছেন তারা। এমনকি তারাও বয়স্কদের চাহিদামত জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছে।

পথ কুকুরদের খাবারের বন্দোবস্ত করা যুবকরা জানান, “মানুষ হোক অথবা প্রাণী সকলেরই বাঁচার অধিকার রয়েছে। মানুষের জন্য সরকার তো ভাবছে। তাই আমরা পথ কুকুরদের জন্য এমন বন্দোবস্ত করেছি। পশুদের প্রতি ভালোবাসা, সাময়িক পরিস্থিতি সবকিছু বিচার বিবেচনা করে আমাদের এই পদক্ষেপ।”