লোবার জমির দাম নিয়ে দ্বিধাবিভক্ত জমিদাতারা! বৈঠকে গুটিকয়েক চাষী

Shyamali Das

Updated on:

Advertisements

লাল্টু : বীরভূমের লোবার খোলামুখ কয়লাখনি নিয়ে জট বাড়ছে, জট খোলার রাস্তা নিয়ে দ্বন্দ্বে প্রশাসন থেকে চাষীরা। প্রথমে ‘বেঙ্গল এমটা’ এই কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের কাজ হাতে লাগালেও পুর্নবাসনের ক্ষেত্রে তারা চটজলদি সিদ্ধান্ত নিয়ে জমি অধিগ্রহণ করতে গিয়ে জমির মালিক থেকে শুরু করে পুলিশের সাথে বিবাদ বাঁধে। যা পরে রক্তক্ষয়ী অন্দোলনের রূপ নেয়। তারপর অজয় নদের জল বহুদূর গড়িয়ে গেছে।

Advertisements

সমস্যার সমাধানের খোঁজে আজ ত্রিপাক্ষিক বৈঠক হিসাবে দুবরাজপুর বিডিও আশ্রম মাঠে একটি আলোচনা সভার আয়োজন করেন। কিন্তু এই সভা ডাকার পরই কৃষি জমি রক্ষা কমিটি সিদ্ধান্ত নেয় সভায় উপস্থিত না হওয়ায়। সিদ্ধান্ত অনুযায়ী আলোচনা সভা হলেও কৃষিজমি রক্ষা কমিটির কোনো সদস্য এই আলোচনা সভায় উপস্থিত হয়নি। যারা উপস্থিত ছিলেন তাদের সংখ্যা হাতেগোনা কয়েকজন। এ বিষয়ে কৃষিজমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার জানান, ‘আজ যারা আলোচনা সবাই গিয়েছিলো তারা কৃষিজমি রক্ষা কমিটির কোন সদস্য নয়, তারা আগে এমটা জমি দিয়েছিল।’

Advertisements

Advertisements

কিন্তু বৈঠক হলেও আজও কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। চাষীরা জমির দাম একর প্রতি ১৪ লক্ষ টাকার বদলে কেউ দাবি করেন ১ কোটি টাকা, কেউ আবার ৪৮ লক্ষ টাকা। আর চাষীদের সবথেকে বড়ো দাবি হলো কর্ম সংস্থানের, যা নিশ্চিত করেনি ডিভিসি। যদিও ডিভিসি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় আমরা আগামী দিনে আবারও আলোচনায় বসবো কৃষিজমি রক্ষা কমিটি ও জমিদাতা কৃষকদের সাথে।

Advertisements