আড়াই ফুট বাবা ও দু’ফুট মায়ের স্বাভাবিক সন্তান! বিরল ঘটনায় শোরগোল

নিজস্ব প্রতিবেদন : বাবা মা দুজনেই বামন হলেও তাদের কোলে এলো স্বাভাবিক সন্তান। বাবা নাজির, ডুয়ার্সের ওদলাবাড়ির বাসিন্দা, যার উচ্চতা আড়াই ফুট ও মা সওরা খাতুনের উচ্চতা দু’ফুট। কিন্তু ৫ ই ডিসেম্বর শিলিগুড়ির এক হাসপাতালে জন্ম নেওয়া তাদের সন্তান সম্পূর্ণ স্বাভাবিক ও আর পাঁচটা শিশুর মতনই পরবর্তীকালে তার বৃদ্ধিও স্বাভাবিক হবে বলেই আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর যে এইরকম ঘটনা বিরল। তাই এই ঘটনার সাক্ষী থাকতে পারায় অভিভূত হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দম্পতির চিকিৎসা বিনা খরচেই করেছেন চিকিৎসকরা বলে জানা গেছে। হাসপাতাল কর্মীদের ব্যবহারে খুশি দম্পতি বিদায় নেওয়ার আগে মিষ্টিমুখ করান সব কর্মীদের।

১০ বছর আগে সামাজিক মতে বিয়ে হয় লটারি বিক্রেতা নাজিরের সাথে সওরা খাতুনের। বিয়ের পর সাধারণ ভাবে জীবনযাপন করার স্বপ্ন দেখলেও পরপর তিনবার গর্ভপাতে ভেঙে পড়েন দম্পতি।বামন হওয়ায় অনেকে বামন সন্তানের জন্মের আশঙ্কাও প্রকাশ করেছিলেন! কিন্তু হাল ছাড়েননি দম্পতি। শেষে শিলিগুড়ির হাকিমপাড়ার একটি নার্সিং হোমের চিকিৎসক ডাঃ এ.কে. মাঝি ও ডাঃ সুবল দত্তের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করান দম্পতি। শেষমেষ ৫ ই ডিসেম্বর ফুটফুটে সুস্থ পুত্র সন্তান জন্ম দেয় সাওরা।

আবেগপ্লুত নাজির বলেন, চিকিৎসকদের নিয়ে অনেক কথাই তিনি শুনেছেন কিন্তু সবাই যে একরকম নন সেটা তিনি বুঝেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এমন ঘটনা সত্যিই বিরল। হাসপাতাল কর্মীরা দম্পতি ও সন্তানের সুস্থ জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।