ব্যালেন্স, স্টেটমেন্ট দেখতে আর দৌড়াতে হবে না পোস্ট অফিসে, এসে গেল নয়া ব্যবস্থা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দৈনন্দিন জীবনযাপনের জন্য রোজগার করার পাশাপাশি ভবিষ্যতের জন্য নিজেদের রোজগারের কিছু টাকা সরিয়ে রাখতে দেখা যায় বড়সংখ্যক মানুষদের। টাকা রাখার ক্ষেত্রে অনেকে ব্যাংকের উপর ভরসা করেন, আবার অনেকে পোস্ট অফিসের উপর।

দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংক রয়েছে যেগুলি চড়া হারে সুদ দিয়ে থাকে। তবে সেই সকল ব্যাংক চড়া হারে সুদ দিয়ে থাকলেও দেখা যায় দেশের বড় সংখ্যার মানুষ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকের নিজেদের গচ্ছিত টাকা রাখেন অথবা তারা নিজেদের গচ্ছিত টাকা রাখেন পোস্ট অফিসে। এক্ষেত্রে পোস্ট অফিসের জনপ্রিয়তা আবার তুলনামূলক বেশি।

কারণ দেশে যে সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেই সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিভিন্ন স্কিমে যে পরিমাণ সুদ দেওয়া হয়ে থাকে তার তুলনায় অনেক বেশি সুদ দিতে দেখা যায় পোস্ট অফিসের বিভিন্ন স্কিমগুলিতে। তবে পোস্ট অফিসে এযাবৎ সবচেয়ে বড় অসুবিধা ছিল অ্যাকাউন্ট ব্যালেন্স বা স্টেটমেন্ট দেখতে দৌড়ে যেতে হতো শাখায়। এই ঝামেলা থেকে এবার মুক্তি দিল কেন্দ্র।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এবার পোস্ট অফিসের সেভিং স্কিমেও ই-পাসবুকের পরিষেবা চালু করা হল। নতুন এই পরিষেবা বুধবার থেকে শুরু হয়েছে এবং এর সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবু সিং চৌহান। এর ফলে লেনদেন সংক্রান্ত তথ্য জানার জন্য আর পোস্ট অফিসের শাখায় দৌড়ে যেতে হবে না।

পোস্ট অফিসের এই নতুন পরিষেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের নিজেদের ফোনে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। অ্যাকাউন্টের সঙ্গে থাকা মোবাইল নম্বরের ভিত্তিতে অথেন্টিকেশন করা হবে এবং ড্যাশবোর্ডে এসে ‘স্টেটমেন্ট’ অপশনে ক্লিক করলেই ‘ব্যালেন্স অ্যান্ড স্টেটমেন্ট’ অপশন আসবে। এখানে ব্যালেন্স এবং স্টেটমেন্ট দেখার পাশাপাশি প্রয়োজন পড়লে তা ডাউনলোড করেও রাখা যাবে।