If you don’t do this, e-Rickshaw will go off the road: প্রতিদিনকার জীবনে যাতায়াতের জন্য যাত্রায় ট্রেন-বাস বা অটো-ট্যাক্সির পাশাপাশি সম্প্রতি বিশেষ ভূমিকা পালন করছে ই-রিকশা তথা টোটো (e-Rickshaw)। কিন্তু বহু ক্ষেত্রেই রাস্তায় বেআইনিভাবে বহু টোটো চলাফেরা করার ও যাত্রী তোলার অভিযোগ উঠছে। রাস্তায় যানজটের জন্য একমাত্র দায়ী টোটোর বাড়বাড়ন্ত। এমনকী বিভিন্ন জায়গায় দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠছে নানা মহল থেকে।
এই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে জমা পড়ছে অনেক অভিযোগও। প্রশাসনও তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে। বেআইনিভাবে অটোর চলাচলে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন কোনও বেআইনি টোটো (e-Rickshaw) যাতে আর রাস্তায় না নামে, সেই দিকেও নজর রাখা হচ্ছে। তার জন্য বেশকিছু পরিকল্পনাও করছে রাজ্য পরিবহণ দফতর।
পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী টোটো (e-Rickshaw) নিয়ে নয়া পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে রাজ্যে টোটো চালানোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে। রেজিস্ট্রেশন ছাড়া টোটো রাস্তায় নামানো যাবে না। মন্ত্রী আরও বলেন, টোটো চালানোর জন্য চালকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। চালকের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। টোটোর গাড়িতে নিরাপত্তা বেল্ট থাকতে হবে। টোটোর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টা ৪০ কিলোমিটার।
মন্ত্রী বলেন, টোটো (e-Rickshaw) নিয়ে রাজ্যে অনেক সমস্যা রয়েছে। অনেক টোটো চালক রেজিস্ট্রেশন ছাড়াই গাড়ি চালাচ্ছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্যই নতুন পরিকল্পনা করা হয়েছে। এই বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, প্রত্যেকটা পৌরসভা এলাকায় কতগুলো টোটো আছে সেই বিষয়ে হিসাব রাখতে হবে। টোটোচালকদের একটা করে QR Code বা পরিচয়পত্র দেওয়া হবে। তাতে চালকের নাম, ঠিকানা লেখা থাকবে। আইনিভাবে রাস্তায় যদি কেউ টোটো নামাতে চায় তাহলে অবশ্যই তাকে পুরসভায় নথিপত্র জমা দিতে হবে। এককথায় রাস্তায় বেআইনি টোটোকে নিয়ন্ত্রণ করতে সরকার যে বদ্ধ পরিকর, তা স্পষ্ট করে দেন পরিবহণমন্ত্রী।
নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের পরিবহণ দপ্তর ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় আগামী ১ অক্টোবরের মধ্যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করা হবে। যারা রেজিস্ট্রেশন করতে দেরি করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন। তাদের গাড়ি আটক করা হবে এবং জরিমানা করা হবে। এছাড়া, বেআইনি টোটো প্রস্তুতিকরণ বন্ধ করতে বলেছেন পরিবহণমন্ত্রী। বেআইনিভাবে টোটো প্রস্তুতকারী গ্যারেজ বা কারখানাগুলির বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।