নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের শুরুতেই তীব্র গরম শুরু হয় দেশজুড়ে। এই গরমের হাত থেকে রক্ষা পায়নি পশ্চিমবঙ্গও। এমনকি পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় এপ্রিল মাসে সপ্তাহখানেকের কাছাকাছি তাপপ্রবাহ লক্ষ্য করা যায়। সম্প্রতি ঝড় বৃষ্টির কারণে পরিস্থিতি কিছুটা অনুকূল হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ বর্ষার দিকে তাকিয়ে রয়েছেন।
খাতায়-কলমে বর্ষা আসতে এখনো দেরি হলেও হাওয়া অফিসের তরফ থেকে কিন্তু অন্য কথা বলা হচ্ছে। হাওয়া অফিসের এই পূর্বাভাস রীতিমতো খুশির খবর বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, চলতি বছর বর্ষা কিছুটা হলেও আগে আসবে। পরিস্থিতি অনুকূল হলে এমনটা সম্ভব বলেও জানানো হয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, আগামী ১৫ মে আন্দামান সাগরে পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অন্যান্য বছর সাধারণত এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান সাগরে পৌঁছাতে ২২ মে সময় নেয়। এর পাশাপাশি শুক্রবার এবং শনিবার পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
তবে বৃষ্টি হলেও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কাল অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। মেঘলা আকাশ থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। উত্তরবঙ্গের সোমবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি ৫০ কিমি গতিবেগে ঝড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে বর্তমান পরিস্থিতিতে আগাম বর্ষার খবর সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি এই খবরে চাষী ভাইয়েরাও আশার আলো দেখছেন। কারণ গতবছর বারংবার প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেক্ষেত্রে এবার যদি সঠিক সময়ে বর্ষার আগমন ঘটে তাহলে চাষাবাদের ক্ষেত্রে তারা বেশ কিছুটা সময় পাবেন।