Saral Pension Plan: প্রতিমাসে অ্যাকাউন্টে আসবে ১২ হাজার টাকা, দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির LIC

Prosun Kanti Das

Published on:

Earn huge returns by saving a small amount of money in the Saral Pension Plan: অবসর গ্রহণের পর কিভাবে সংসার চলবে? তখন কি কাজ করার মতো ক্ষমতা থাকবে? এই ভেবে আয় করা অর্থ থেকে কি কিছু টাকা সঞ্চয়ের চিন্তাভাবনা করছেন? কোথায় নিরাপদ ভাবে বিনিয়োগ করবেন বুঝে উঠতে পারছেন না? আরে চিন্তা কি, যেখানে রয়েছে লাইফ ইন্সুরেন্স সংস্থা। অবসর পরবর্তী সময়ের জন্য বিনিয়োগ করতে চাইলে বিনিয়োগ করুন LIC-র এই দুর্দান্ত স্কিমে (Saral Pension Plan)। যেখানে এককালীন বিনিয়োগ করলে অবসর পরবর্তী সময় নিয়ে আর চিন্তা করতে হবে না। কি সেই প্ল্যান? প্ল্যানের সুবিধাই বা কি রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, বর্তমানে কম-বেশি সকলেই ভবিষ্যত সুরক্ষিত করতে কোনো না কোনো জায়গায় বিনিয়োগ করেন। তবে সেই বিনিয়োগের সংখ্যা বেশি পোস্ট অফিস এবং এলআইসিতে। যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে মেয়াদ শেষে পান ভালো পরিমান টাকা। তেমনি গ্রাহকদের জন্য এলআইসি নিয়ে এসেছে এক চমৎকার প্ল্যান (Saral Pension Plan)। যে প্ল্যান বিশেষত ভবিষ্যৎকে অর্থাৎ অবসর সময়কে নিশ্চয়তা দেবে। কি সেই প্ল্যান? তার বৈশিষ্ট্যই বা কি? রইল বিস্তারিত বিবরণ।

এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের এই দুর্দান্ত প্ল্যান হলো সরল পেনশন প্ল্যান। যে প্ল্যানে এককালীন বিনিয়োগ করলে অবসর সময়ের পর পাওয়া যায় মাসিক পেনশন। এক্ষেত্রে কোনো সরকারি বা বেসরকারি বিভাগে কর্মরত ব্যক্তি যদি অবসর গ্রহণের আগে প্রভিডেন্ট ফান্ড থেকে গ্র্যাচুয়েটের পরিমাণ বা প্রাপ্ত অর্থ এই প্ল্যানে বিনিয়োগ করেন তাহলে অবসর সময়ে আর পেনশনের চিন্তা করতে হবে না।

আরও পড়ুন 👉 Portal For Pensioners: পেনশন নিয়ে সব চিন্তার দিন শেষ পেনশনভোগীদের! নতুন পোর্টাল বানালো কেন্দ্র

মূলত ৮০ বছরের মেয়াদে ৪০ বছরের কম বয়সী ব্যক্তিরা এই প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। মাসে ১০০০ টাকার ভিত্তিতে বার্ষিক কমপক্ষে ১২ হাজার টাকার পলিসি ক্রয় করতে হয়। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনো নির্দিষ্ট সীমা নেই। আর এই বিনিয়োগের ভিত্তিতেই তিন মাস, ছয় মাস অথবা বার্ষিক ভিত্তিতে পেনশনের সুবিধা পাবেন সেই গ্রাহক।

উদাহরণস্বরূপ কোনো ৪২ বছর বয়সী ব্যক্তি যদি ৩৯ লক্ষ টাকার বিনিময়ে একটি বার্ষিক পলিসি (Saral Pension Plan) ক্রয় করেন তাহলে তিনি মেয়াদ শেষে মাসিক পেনশন পাবেন ১২,৩৮৮ টাকা। তবে শুধু পেনশনের সুবিধা নয়, এই পলিসি ক্রয় করার পাশাপাশি বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ এই পলিসি কেনার ছয় মাস পরে পলিসি থেকে ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি এই পলিসি সমর্পণ করাও যেতে পারে। এই পলিসি কেনার জন্য কেউ যদি আগ্রহী হন তাহলে এলআইসির ওয়েবসাইট www.licindia.in-এতে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।