Franchise Business: মাসে লাখ টাকা রোজগার হাতের ময়লা! শুধু মাদার ডেয়ারির ফ্রাঞ্চাইজি নিতে পারলেই হল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Earn lakhs per month by doing this Franchise Business: সম্প্রতি বেশিরভাগ মানুষ ঝুঁকে পড়ছেন ব্যবসার দিকে। কারণ মানুষ দশটা-পাঁচটার চাকরির থেকে অনেক বেশি লাভ করছে নিজস্ব ব্যবসাতে। এক কথায় বলতে গেলে চাকরির থেকে অনেক বেশি লাভ করা যায় কিংবা উপার্জন করা যায় ব্যবসার থেকে। যারা নিজস্ব ব্যবসা করতে আগ্রহী তারা ফ্রাঞ্চাইজি ব্যবসা (Franchise Business) করতে পারেন তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। আজকের প্রতিবেদনে তেমনি একটি ব্যবসার কথা আলোচনা করা হবে।

Advertisements

শহর থেকে গ্রামে এই কোম্পানিটির নাম আশা করি সবাই জানে, এরা সব জায়গাতেই দাপিয়ে ব্যবসা করে বেড়াচ্ছে। তাই এই কোম্পানির ফ্রাঞ্চাইজি নিয়ে ব্যবসা করলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকে। চাকরি করলে আপনি মাসে যত টাকা উপার্জন করতে পারবেন তার থেকে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন এই ফ্রাঞ্চাইজি (Franchise Business)নিয়ে ব্যবসা করলে। এমনকি মাসে আপনার লাভ হতে পারে লাখ টাকারও বেশি।

Advertisements

চলুন দেরি না করে জেনে নিই কোম্পানিটির নাম কি? কোম্পানিটি হল মাদার ডেয়ারি, যা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস সরবরাহ করে। কোম্পানিটির সঙ্গে জড়িয়ে আছে আমজনতার দীর্ঘদিনের ভরসা এবং বিশ্বাস। মাদার ডেয়ারি দেশের সুপ্রতিষ্ঠিত নামকরা একটি কোম্পানি, যা সরবরাহ করে দুধ, পনির, দই, আইসক্রিম, ঘি, মিল্ক শেক ইত্যাদি জিনিস। তাই কোন ব্যক্তি যদি ফ্রাঞ্চাইজি ব্যবসা (Franchise Business) করে লাভবান হতে চান এই কোম্পানিটিতে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। তবে এই ব্যবসা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাকে অবগত হতে হবে।

Advertisements

বর্তমানে সারা ভারতে মাদার ডেয়ারির প্রায় আড়াই হাজার আউটলেট রয়েছে। বড় থেকে ছোট সকলেরই এই কোম্পানির প্রত্যেকটা জিনিস খুবই পছন্দের। সেই কারণে যে ব্যক্তি এই কোম্পানির জিনিস বিক্রি করেন তার প্রত্যেকদিন যথেষ্ট পরিমাণে লাভ থেকে যায়। অনেকে আবার মাদার ডেয়ারির আইসক্রিমের পার্লার খুলে থাকেন। তাদের কিন্তু খুব বেশি পরিমাণ বিনিয়োগ করার প্রয়োজন পড়ে না। তবে এই কোম্পানির আইসক্রিম বিক্রি করে লাভ থাকে অনেকটাই।

আরও পড়ুন ? Mother Dairy Plant in WB: বাংলায় তৈরি হবে মাদার ডেয়ারির নতুন প্ল্যান্ট, কোটি কোটি টাকার বিনিয়োগ, বাড়বে কর্মসংস্থান

যারা চিন্তা করছেন যে মাদার ডেয়ারির ফ্রাঞ্চাইজি (Franchise Business) নেবেন, তারা কিন্তু লাভ করবেন প্রায় ৩০ শতাংশের বেশি। মাদার ডেয়ারিতে বিনিয়োগ করে কোনও ব্যক্তি সহজেই প্রতি মাসে প্রায় ৬০,০০০ থেকে ১ লাখ টাকা পেতে পারেন। তবে এই কোম্পানির ফ্রাঞ্চাইজিতে বিনিয়োগ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে সেটি কোন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। এলাকা বুঝে বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ। এলাকা অনুযায়ী বিনিয়োগ কম কিংবা বেশি হতে পারে। এছাড়া আপনাকে এই কোম্পানির ফ্রাঞ্চাইজি নিতে গেলে ৫ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। তার সাথে ব্র্যান্ড ফি হিসেবে পঞ্চাশ হাজার টাকা ধরে নেওয়া হয়েছে।

যদি আপনি চান এই কোম্পানিকে নিয়ে ব্যবসা করতে তাহলে প্রথমেই আপনাকে যেতে হবে এই কোম্পানির ওয়েবসাইটে। এছাড়া সরাসরি যোগাযোগ করার জন্য আপনাকে যেতে হবে A-3, সেক্টর 1, নয়ডা-তে। এখানে রয়েছে মাদার ডেয়ারির অফিস, যেখানে আপনি ব্যবসার যাবতীয় বিষয় নিয়ে কথা বলতে পারবেন। পাশাপাশি রয়েছে ফোন নাম্বার, 120-4399500 বা 4399501 নম্বরে ফোন করেও এ বিষয়ে আবেদন করা যেতে পারে।

Advertisements