Humsafar IAQ: গরিবের জন্য এলো মুশকিল আসান, ভাড়া দিয়ে মাসে আয় করুন লাখ লাখ টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Humsafar IAQ: শীঘ্রই কি নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন? তাহলে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন সব ধরনের সমস্যার সমাধান হবে এখানে। ইলেকট্রিক থ্রি হুইলারের ব্যবসা শুরু করতে পারেন, মাসে মাসে আয় করার সুযোগ খুলে যাবে। বেশি বিনিয়োগের দরকার নেই শুধু কিনতে হবে একটি ইলেকট্রিক থ্রি হুইলার। পেট্রোল থ্রি হুইলারের তুলনায় ইলেকট্রিক থ্রি হুইলার বেশ সস্তা। এমনকি বেশি খরচও করতে হয় না মেইনটেনেন্স এর জন্য।

Advertisements

যদি একবার এই থ্রি হুইলার (Humsafar IAQ) কেনেন তাহলে চাইলে ভাড়াও দিতে পারেন কিংবা নিজেও চালাতে পারেন। দুই রকম পদ্ধতিতেই আপনার লাভ হবে নিশ্চিত। মাসে মাসে রোজগারের পথ খুলে যাবে। সবথেকে ভালো ব্যাপার হল এই ইলেকটির থ্রি হুইলারের জন্য RTO থেকে কোন পারমিট নিতেও হবে না। গাড়ি নিলে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়, কিন্তু এই থ্রি হুইলার নিলে সেইসব ঝামেলা পোহাতে হবে না।

Advertisements

এই ধরনের গাড়ি কোনরকম পরিবেশ দূষণ সৃষ্টি করে না। এমনকি দামও তুলনামূলক অনেকটাই কম। সম্প্রতি ভারতীয় বাজারে Humsafar IAQ এসেছে। গাড়িটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের প্রতিবেদনে। চলুন দেরি না করে চটজলদি দেখে নিই।

Advertisements

আরো পড়ুন: বছরের শেষেই মধ্যবিত্তের পকেটে পড়বে টান, বাড়তে চলেছে একাধিক জিনিসের মূল্য

এই ইলেকট্রিক থ্রি হুইলার (Humsafar IAQ) নিয়ে কম দূরত্বের রাস্তায় যেতে পারবেন সহজেই। ড্রাইভার ছাড়াও এই গাড়িতে বসতে পারবে তিনজন মানুষ। Humsafar IAQ-তে ৭.৬ কিলোওয়াটের অদলবদল যোগ্য ব্যাটারি ব্যবহার করা হয়েছে‌। এই গাড়ির ব্যাটারি সহজেই পরিবর্তন করা যাবে এমনকি সহজেই চার্জ দেওয়া যাবে। এছাড়াও ক্ষয়প্রাপ্ত ব্যাটারির জায়গায় চার্জ যুক্ত ব্যাটারি প্রতিস্থাপন করতে পারবেন। একবার যদি সম্পূর্ণ চার্জ হয়ে যায় তাহলে এই থ্রি হুইলার গাড়ি ১৮৫ কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে। এতে IP67 রেটিং যুক্ত মোটর রয়েছে। ব্যাটারি ভালো তা নয় এর সঙ্গে রয়েছে শক্তিশালী মোটর।

ইলেকট্রিক থ্রি হুইলার রাস্তায় প্রায়ই চোখে পড়ে। যদি কেউ চায় তাহলে ভাড়া খাটাতে পারেন। নিজেরা চালালেও এই গাড়ির থেকে লাভ হবে অনেক পরিমাণে। এই থ্রি হুইলারের দাম ৩.৯৮ লাখ টাকা। নীল রঙে লঞ্চ করেছে এই গাড়ি এবং এর চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে‌। গাড়িটি গোটা দেশের ২০০টি ডিলারশিপে পেয়ে যাবেন। Humsafar IAQ কাশিপুর প্ল্যান্টে প্রতি বছর ১ লাখ ইউনিট প্রস্তুত করা হয়।

Advertisements