Earn Money Selling Old Clothes Without Throwing Away: কেনাকাটা করতে কে না ভালোবাসে? তা সে নিজের জন্যই হোক বা অন্য কারো জন্যই হোক না কেন। কিছু মানুষের কাছে কেনাকাটা করাটাই একটা শখ। আর এখন অনলাইন শপিংয়ের যুগে তো, প্রয়োজনের তুলনায় একটু বেশিই কেনাকাটা করা হয়। ফ্যাশন ট্রেন্ডস বজায় রাখতে নিত্যনতুন জামা কাপড় কিনে থাকি আমরা। অনেক সময় অপ্রয়োজনীয় জামাকাপড়ে ঘর বোঝাই হতে থাকে। শুধু শুধু ঘর বোঝাই না করে যদি এই জামা কাপড় গুলোকে বিক্রি করে আমরা উপার্জন করতে পারি তাহলে কেমন হয়? কি অবাক লাগছে! এখন এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি ও ব্যবহৃত পুরনো জামাকাপড় বিক্রি (Old Clothes Selling) করতে পারেন। আজকের এই প্রতিবেদনে আমরা এমন চারটি ওয়েবসাইটের খোঁজ দেব, যেখানে আপনি পুরনো জামা বিক্রি করে নতুন জামা কিনতে পারবেন। ওয়েবসাইটগুলোর নাম ও বিস্তারিত তথ্য জানতে হলে পুরো প্রতিবেদনটি পড়তে হবে।
Spoyl.com
Spoyl.com এমন একটি ওয়েবসাইট যেখানে পুরনো জামা বিক্রি (Old Clothes Selling) করা যায় বেশ ভালো দামে। শুধু বিক্রি নয় কেনার ব্যবস্থাও রয়েছে এখানে। জামা কাপড় ছাড়াও বিভিন্ন বই, এক্সেসরিজ ইত্যাদি জিনিসপত্র বিক্রি করতে পারবেন আপনি এই ওয়েবসাইটে। সবথেকে মজার বিষয় হলো এখানে আপনি ক্রেতা বা বিক্রেতার সাথে দরদামের সুযোগও পাবেন। কেনাকাটা করার সম্পূর্ণ মজা নিতে এই ওয়েবসাইটটি ঘুরে দেখাই যায়। বিখ্যাত মডেল বা অভিনেতাদের মত স্টাইল আইকনদের ব্যবহৃত পোশাক বা অন্যান্য জিনিসপত্র আপনি এই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
Elanic
পুরনো জামা কাপড় কেনা বেঁচা করার জন্য একটি অসম্ভব ভালো ওয়েবসাইট হল Elanic। এখানে খুব সহজেই ক্রেতা বা বিক্রেতার সাথে কথা বলে জামাকাপড় বিক্রি (Old Clothes Selling) বা কেনাকাটা দুটোই করতে পারবেন আপনারা।
আরও পড়ুন ? Portable Washing Machine: মাত্র ৬০০ টাকায় বালতিকে বানিয়ে নিন ওয়াশিং মেশিন! শুধু আনতে হবে এই ডিভাইস
Refashioner
পুরনো জিনিস বিক্রি বা কেনাকাটা করার আরো একটি ওয়েবসাইট হলো Refashioner। এখান থেকেও বড় বড় মডেল বা অভিনেতাদের পোশাক বা অন্যান্য অ্যাক্সেসরিজ কিনতে বা নিজেদের জিনিস বিক্রি (Old Clothes Selling) করে উপার্জন করতে পারেন আপনারা।
Etashee
Etashee ওয়েবসাইটটি এখনো পর্যন্ত শুধুমাত্র প্রসাধনী বা জামাকাপড় ইত্যাদি ফ্যাশন আইটেমের উপরেই বিশেষভাবে নজর দিচ্ছে। এই ওয়েবসাইটে ন্যায্য মূল্যে আপনার অপ্রয়োজনীয় জিনিসটি বিক্রি (Old Clothes Selling) করে উপার্জন করতে পারেন আপনি। আবার সেই উপার্জিত অর্থ দিয়েই নতুন পছন্দমত ফ্যাশনেবল জিনিসপত্র কিনে ফেলতে পারেন এই ওয়েবসাইট থেকেই।