নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে যখন চাকরির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সেই সময় অধিকাংশ যুবক-যুবতীরা ব্যবসার দিকে ঝুঁকছেন। ব্যবসার ক্ষেত্রে লাভজনক একটি ব্যবসা হল এলপিজি ডিলারশিপ। যারা এই এলপিজি ডিলারশিপ নিতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে Petrogas Energy India LTD।
এই সংস্থার তরফ থেকে সম্প্রতি দেশজুড়ে ডিলারশিপ দেওয়ার কাজ চালানো হচ্ছে। সেই মোতাবেক যদি কেউ এই বিষয়ে আগ্রহী থাকেন তাহলে তাদের আবেদন করতে হবে। এই সংস্থার ডিলারশিপ পেয়ে লাভের অংক ঘরে তোলার সুযোগ রয়েছে। কিভাবে আবেদন করতে হবে চলুন দেখে নেওয়া যাক।
Petrogas Energy India LTD সংস্থা পেট্রোলিয়াম উদ্বোধন করে থাকে। এর পাশাপাশি এই সংস্থার আরও একাধিক ব্যবসা রয়েছে। এবার এই সংস্থা এলপিজি ব্যবসায়ী নামার জন্য দেশজুড়ে তাদের ডিলারশিপ সংগ্রহ করার কাজ চালানো হচ্ছে। দেশের প্রতিটি বাড়ি বাড়ি এই সংস্থা তাদের কানেকশন পৌঁছে দেওয়ার জন্য এমন ডিলারশিপ সংগ্রহে জোরদার তৎপরতা শুরু করেছে।
যারা এই সংস্থার ডিলারশিপ নিতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীকে অন্ততপক্ষে দশম শ্রেণী পাস হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছর। কেউ তেল সংস্থায় কর্মরত হলে চলবে না। ডিলারশিপ নেওয়ার পর তা চালানোর জন্য ভালো জায়গার প্রয়োজন। কারণ এই ব্যবসা ছোটখাট জায়গায় করা যাবে না। আবেদনকারীরা তাদের আবেদন জানাতে পারবেন https://petrogas.co.in/ ওয়েবসাইটে।
আবেদনকারীর কাছে সমস্ত রকম নথিপত্র থাকতে হবে এবং ব্যবসা চালানোর জন্য অন্ততপক্ষে ১০ জন সাহায্যকারী অর্থাৎ কর্মী থাকতে হবে। এর পাশাপাশি থাকতে হবে আলাদা করে গোডাউন। নিজের জমি থাকলে এই ব্যবসার জন্য আরও ৫ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।