SBI Wecare FD Scheme: লক্ষ্মী লাভের বড় সুযোগ দিচ্ছে SBI! এই স্কিমে সময় থাকতে করুন ইনভেস্টমেন্ট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Earn SBI Wecare FD Scheme with your hands full, time is limited: প্রত্যেকটি মানুষই চায় অতিরিক্ত উপার্জন করতে, কারণ অর্থের চাহিদা সবার মধ্যেই থাকে। কিন্তু বিশ্বস্ত জায়গা থেকে করার সুযোগ সব সময় থাকে না। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে ব্যাঙ্ক থেকেই করা যেতে পারে এই অতিরিক্ত উপার্জন? এত বড় সুযোগ যদি সত্যি পাওয়া যায় তাহলে ভেবে দেখুন তো কেমন হয়? আর সেই ব্যাঙ্ক যদি হয় এসবিআই তাহলে তো সোনায় সোহাগা। আপনার আর কোনো টেনশন থাকবেনা। SBI (SBI Wecare FD Scheme) এর দৌলতে পেয়ে যান এই সুযোগ।

Advertisements

SBI বর্তমানে নিয়ে এসেছে অতিরিক্ত উপার্জনের বিশেষ স্কিম, যার নাম হলো WeCare FD। বহুদিন আগে থেকেই SBI এর এই স্কিমটি (SBI Wecare FD Scheme) চালু হয়েছে, কিন্তু সম্প্রতি এই স্কিমের শেষ তারিখ বাড়ানো হয়েছে। এবার SBI এর এই এফডি-তে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা। এই স্কিমের উপকারিতা সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে।

Advertisements

বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্যই এই স্কিম (SBI Wecare FD Scheme) চালু করেছে SBI। প্রবীণ নাগরিকরা কিন্তু ৫ থেকে ১০ বছরের জন্য মেয়াদী স্থায়ী আমানত করতে পারেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া V-Care FD-তে ব্যাঙ্ক ৭.৫ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ দেয়। SBI এর সাধারণ FD-তে প্রবীণ নাগরিকরা নিয়মিত সুদের চেয়ে মাত্র ০.৫০ শতাংশ বেশি পায়।

Advertisements

ভাবছেন শুধু এসবিআইতেই পাওয়া যাবে এই সুযোগ তা কিন্তু নয়, দেশের বিভিন্ন ব্যাঙ্কও প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদ বা বিশেষ এফডির এই বিশেষ সুযোগ দিচ্ছে। HDFC ব্যাঙ্ক হলো দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক, তারাও নাকি ‘সিনিয়র সিটিজেন কেয়ার এফডি’-তে ০.২৫ শতাংশ অতিরিক্ত পরিমাণে সুদ দিচ্ছে। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নিঃসন্দেহে। পাশাপাশি ICICI ব্যাঙ্কের ‘Golden Years FD’-তে প্রবীণ নাগরিকরা পাবেন ওই ব্যাঙ্কের সাধারণ এফডি-র তুলনায় ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ, অর্থাৎ সর্বোচ্চ ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে।

শুধুই কি অতিরিক্ত সুদ প্রদান? মোটেই তা নয় FD-তে বিনিয়োগের করলে আয়কর ছাড়ের সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও, আবেদন করলে আয়কর আইনের ১৫ জি বা ১৫ এইচ ধারার অধীনে কর ছাড় পাওয়া যাবে।

Advertisements