নিজস্ব প্রতিবেদন : ভালো রোজগার করার স্বপ্ন কে না দেখেন। তবে ভালো এই রোজগার গড়ার স্বপ্ন দেখলেও অনেকের কাছে তা সফল হয় না। আবার বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যবসা-বাণিজ্য করে টাকা রোজগার করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই কষ্টকর পরিস্থিতিতেও Tata সুযোগ করে দিচ্ছে বাড়িতে বসেই ভাল রোজগারের।
টাটার তরফ থেকে রোজগারের এই সুযোগ করে দেওয়া হচ্ছে হেলথ কেয়ার ও ফার্মেসি সেক্টরে। এই সেক্টরের গুরুত্ব এখন অপরিসীম এবং এর গুরুত্ব সম্পর্কে দেশের প্রায় প্রতিটি মানুষ জানেন। এই সেক্টরের গুরুত্বের কথা মাথায় রেখে টাটা গ্রুপের তরফ থেকে 1mg চালু করা হয়েছে যার মাধ্যমে অনলাইনে ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়।।
এই 1mg সংস্থার সঙ্গেই কাজ করার সুযোগ করে দিচ্ছে টাটা। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে ন্যায্য মূল্যে তাদের কাছে ওষুধপত্র পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই এই কর্মসূচিতে ৬০০ জন হেলথ পার্টনার সংযুক্ত হয়েছেন এবং তারা প্রত্যেকেই মাসে হাজার হাজার টাকা রোজগার করছেন।
1mg এর পার্টনার হওয়ার সুযোগ পাওয়ার পাশাপাশি যারা এর পার্টনার হওয়ার বিষয়ে আগ্রহী তাদের মার্কেটিং সম্পর্কেও জ্ঞান দেওয়া হবে। এই জ্ঞান আগামী দিনে যেকোনো ব্যক্তির কাজে লাগতে পারে। এই সংস্থায় যুক্ত হওয়া ব্যক্তিদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানাতে হবে এবং এর পরিষেবা সম্পর্কে জানানোর পাশাপাশি যারা অর্ডার দিতে চান তাদের সাহায্য করতে হবে।
1mg সংস্থার পার্টনার হতে চাইলে টাটা 1mg এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করতে হবে। আবেদন সংস্থার পছন্দ হলে আবেদনকারীকে ফোন করা হবে। সেই ফোন এলে সংস্থাকে প্যান কার্ড, GST, ঠিকানা ইত্যাদি তথ্য দিতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে যোগদান করার জন্য দিতে হবে ১৫ হাজার টাকা এবং এই সমস্ত প্রক্রিয়া শেষ হবে সাত দিনের মধ্যে। আয় হবে কমিশন ভিত্তিক এবং কোন পার্টনার ৩০০ টি লিড তুলতে পারেন এবং তাদের প্রতিটির গড় টাকা যদি ৫০০ হয় তাহলে মোট অর্ডার হবে দেড় লক্ষ টাকার। সেক্ষেত্রে কমিশন হিসাবে পাওয়া যাবে ৭৬৫০ টাকা।