Asteroid 2024 PT5: সাধারণ জ্ঞান কিংবা বিজ্ঞানের বইয়ের পাতা উল্টালে দেখা যায় পৃথিবীর একটিমাত্র উপগ্রহ হলো চাঁদ। কিন্তু এই উত্তর পরিবর্তন হবে খুব শীঘ্রই। এবার থেকে কিন্তু পৃথিবীর ওপর একা চাঁদের আর অধিকার নেই, কারণ এই অধিকারে ভাগ বসাতে আসছে অন্য আরেকজন। আজকের প্রতিবেদনে তা বিস্তারিতভাবে জানতে পারবেন।
হয়তো অল্প সময়ের জন্যই হবে কিন্তু তাও কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছে চাঁদ। এই মাসেই পৃথিবী পেতে চলেছে তার আরেকটি উপগ্রহ (Asteroid 2024 PT5)। কিন্তু এটি চিরকালের জন্য নয় মাত্র অল্প সময়ের জন্যই পৃথিবীকে প্রদক্ষিণ করবে ওই স্বল্পমেয়াদি উপগ্রহ। বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন কবে ঘুরতে চলেছে এই মহাজাগতিক ঘটনা।
পৃথিবীবাসীর কাছে এ যেন এক বিরল ঘটনা। চলতি মাসেই ঘটতে চলেছে এই ঘটনাটি। বিজ্ঞানীরা 2024 PT5 (Asteroid 2024 PT5) নামের একটি গ্রহাণুর সন্ধান পেয়েছেন গত ৭ আগস্ট। এই গ্রহাণুটার আয়তন হল প্রায় ৩৩ ফুট। চলতি মাসের ২৯ তারিখের মধ্যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ঢুকে পড়ছে গ্রহাণুটি। তবে ২৫ নভেম্বর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে থেকে বেরিয়ে যাবে এটি অর্থাৎ চিরকালের জন্য পৃথিবীর উপগ্রহ হয়ে থাকবে না এটি।
এই গ্রহাণুটি (Asteroid 2024 PT5) মোট দুই মাস ধরে পৃথিবীর চারিদিক থেকে ঘুরতে থাকবে। আবার পুরোপুরিভাবে পৃথিবীকে প্রদক্ষিণও করবে না 2024 PT5. এই গ্রহাণুটি ২৫ নভেম্বরের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় থেকে বেরিয়ে যাবে। ২৫ শে নভেম্বরের পর সেটি প্রদক্ষিণ করা শুরু করবে সূর্যকে। বিজ্ঞানীদের কাছে এ যেন এক বিশাল পাওয়া এবং এই স্বল্পমেয়াদী উপগ্রহকে দেখার জন্যই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আরো পড়ুন: রাশিয়া ও চীনের সঙ্গে হাত মিলিয়ে চাঁদে নয়া অভিযান চালাতে চলেছে ভারত
American Astronomical Society-তে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং তাতেই উল্লেখ করা আছে পৃথিবীর আশেপাশে যে সমস্ত মহাজাগতিক বস্তুসমূহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তারা অশ্বক্ষুরাকৃতি পথে আনাগোনা করে। যখনই এরা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়ে তখন তাদের আচরণ হয় উপগ্রহের মত। নিজেদের শক্তি হারিয়ে ফেলে, যা কয়েক মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। তবে এটি পৃথিবীতে সম্পূর্ণরূপে প্রদক্ষিণ করবে না।
গ্রহাণু 2024 PT5 (Asteroid 2024 PT5) আসলে পৃথিবী সংলগ্ন মহাজাগতিক বস্তুসমূহের অন্তর্গত। এটি পৃথিবীর কক্ষপথে সমান্তরালভাবেই এগোতে থাকবে। আসলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে এটি পৃথিবীর উপগ্রহের মতোই আচরণ করবে। উন্নতমানের টেলিস্কোপ ছাড়া এটি কখনোই দেখা সম্ভব নয়। কিন্তু এটি দীর্ঘস্থায়ী নয়। এই ঘটনার ফলে বিজ্ঞানীরা বুঝতে পারবেন কাছাকাছি অবস্থানে থাকা মহাজাগতিক বস্তূসমূহের সঙ্গে পৃথিবীর সম্পর্ক। তবে এই প্রথম নয়। এর আগে, ১৯৮১ এবং ২০২২ সালেও এমন ঘটনা ঘটে।