নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার সাতসকালেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অনুভূত হলো মৃদু ভূমিকম্প। এদিন সকাল ৭:৫৪ নাগাদ মৃদু ভূমিকম্প অনুভূত করা যায়। আর তারপরেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। সূত্র মারফত জানা গিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। তবে দক্ষিণবঙ্গে এদিন একবার নয়, পরপর দুবার ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে।
প্রথমবার কেঁপে ওঠে দুর্গাপুর শিল্পাঞ্চল। আতঙ্কিত হয়ে এলাকার বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। দুর্গাপুর শিল্পাঞ্চল ছাড়াও ভূমিকম্প অনুভব করা যায় নদীয়ার বিস্তীর্ণ অংশে। এর ঠিক এক ঘণ্টা পরেই আবার কম্পন অনুভূত হয় বহরমপুরে। যেখানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৮ বলে জানা গিয়েছে। সামান্য কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলিতেও। ভূমিকম্পের বিষয়ে জানানো হয়েছে National Centre for Seismology (NCS) এর তরফ থেকে।
এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলের এক বাসিন্দা জানিয়েছেন, “সবেমাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খাওয়ার জন্য চেয়ারে বসে আছি। হঠাৎ মনে হল চেয়ারটাকে কেঁপে উঠলো। বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করলে তারাও বলেন একটা কম্পন হল মনে হল। এর পরেই পাড়া-প্রতিবেশীদের থেকে জানতে পারি ভূমিকম্প হয়েছে।”
তবে এদিন মৃদু ভূমিকম্প অনুভূত হলেও কোথাও থেকে এখনো পর্যন্ত কোনো রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।